রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রের ভাগ্নির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে 😼রহস্য দানা বেঁধেছে। আজ সকালে খড়গপুরের কোয়ার্টার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত তরুণীর ন🧔াম স্বাগতা ভট্টাচার্য। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও সে বিষয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
🔯এদিকে, ভাগ্নির মৃত্যুর খবর পেয়েౠ এদিন খড়্গপুরের কোয়ার্টারে ছুটে যান মন্ত্রী সৌমেন মহাপাত্র। মানসিক অবসাদের কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন মন্ত্রী। তিনি বলেཧন, ‘বেশ কয়েক মাস ধরে ওর মানসিক অবসাদ ছিল। তবে এরকম করে ফেলবে তা ভাবতে পারিনি।’ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ব্যক্তিগত জীবনে স্বাগতার সমস্যা ছিল। কর্মজীবনের কোনও সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, স্বাগতা পেশায় একজন চিক✱িৎসক। তিনি তমলুকের বাসিন্দা। বছর পাঁচেক আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবন খুব বেশি স্থায়ী হয়নি। ৬ মাস আগে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তিনি এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। মাস ছয়েক আগে তাঁর বদলি হয় খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই তিনি বর্তমানে কর্মরত ছিলেন। সেই সূত্রে তিনি মাকে নিয়ܫে খড়্গপুরের কোয়ার্টারে থাকছিলেন।