গত রবিবার দত্তপুকুরের মোচপোলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। সেই ঘটনার পরেই নিষিদ্ধ বাজি উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ। গত তিনদিন ধরে দত্তপুকুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয🙈়ে চালিয়ে প্রচুর পরিমাণে বাজি উদ্ধার করেছে পুলিশ। যার পরিমাণ হল প্রায় ৬০ টন। সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। আরও কোথাও নিষিদ্ধ বাজি রয়েছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: চিনির বস্তায় লুকিয়ে বিস্ফোরক, বোমা পাচার? দত্তপুকুরে ঘুরে শিউরে ওঠা দৃশ্য দেখল HT 🍨বাংলা
জানা গিয়েছে, এই সমস্ত উদ্ধার হওয়া বাজি বারাসত পুলিꦕশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুরের অফিসের সামনে জড়ো করা হয়। তারপরে বম্ব স্কোয়াড এবং দমকল বাজিগুলি নিষ্ক্রিয় করে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় এই বাজিগুলি বোল্ডার হিসেবে ব্যবহার করা হবে෴ বলে জানা গিয়েছে।
গত কয়েকদিনের অভিযানে বেশ কয়েকটি নিষিদ্ধ বাজি তৈরির কারখানা ও গোডাউনের হদিস পেয়েছে পুলিশ। বুধবার আরও একটি রাসায়নিক সামগ্রীর গোডাউনের হদিস মিলেছে। সেই সেই গোডাউনে বিভিন্ন তরল রাসায়নিক রাখা হত। জানা গিয়েছে, যে রাসায়নিক গোডাউন পাওয়া গিয়েছে সেটি উচু পাঁচিল দেওয়া একটি বাড়ির ভিতরে অবস্থিত। সেখানেই বিপুল পরিমাণে তরল রাসায়নিক মজুত ছিল। ওই বাড়ির মালিক বিষ্ণুপদ দাস অবশ্য দাবি করেছেন, এই গোডাউন তাঁর নয়, তিনি সেটি ভাড়া দিয়েছিলেন। মাসে ৭ হাজার টাকার বিনিময়ে সেখানে অন্য কেউ সামগ্রী রেখে দিত। তবে সেই গোডাউনের কোনও লাইসেন্স নেই বলেই জানতে পেরে🐟ছে পুলিশ।