শালিমার জিআরপি থেকে লক আপ ভেঙে পালিয়ে গিয়েছিল বন্ধুকে ফোনে দুই অভিযুক্ত। অবশেষে তাদের গ্রেফতার করল রেল পুলিশ। খড়গপুর টাউন থেকে গতকাল সন্ধ্যায় খড়গপুর রেল পুলিশ তাদের গ্রেফতার করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে🍸 বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ধৃত ২ জনের নাম হল সামিরুল মোল্লা এবং রাজু হরি। বন্ধুকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করার অভিযোগ রয়েছে এই দুই জনের বিরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚুদ্ধে। জিꦦআরপি সূত্রে জানা গিয়েছে, গত ১৭ অগস্ট আবদা স্টেশনে চলন্ত লোকাল ট্রেন থেকে শুভম হরি নামে বছর সতেরোর এক কিশোর পড়ে যায়। এরপর পুলিশ তাকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরে শুভমের বাড়ির লোকেরা তার ওই দুই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। তাদের অভিযোগ ছিল, শুভমকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তার ওই দুই বন্ধু।
সেই অভিযোগে জিআরপি ওই দুজনকে গ্রেফতার🔴 করে। তারপর থেকে তারা জিআরপি লকআপে ছিল। সেখান থেকেই তারা গত সপ্তাহে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনার পরেই জিআরপির উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে ছুটে যান। হা💖ওড়া সিটি পুলিশের শিবপুর থানার পুলিশও সেখানে যায়। খড়গপুর থেকে এসআরপির টিমের পাশাপাশি হাওড়া সিটি পুলিশের শিবপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে। এরপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ তাদের গ্রেফতার করে। কীভাবে তারা পালিয়ে গেল তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ।