তিনি মৃত্যুর পরোয়া করেন না। জীবন দিতেও রাজি তিনি। কিন্তু, রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেবেন না। আবারও জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পুরসভা পুনর্দখলের পর আজ প্রথমবার নৈহাটি আসেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করেন নৈহাটি উৎসবের। সেখানে তিনি বলেন, 'ওরা (বিজেপি) বলছে, এখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করবে। (এখানে) কে ক্ষমতায় আছে? আমরা। আমি আমার জীবন দিতে তৈরি। আমি মরে গেলেও বিজেপিকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেব না। এটা মাথায় রাখবেন।'মুখ্যমন্ত্রীর বক্তব্য, অসমে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে পারে বিজেপি। কারণ সে রাজ্যে গেরুয়া শিবির ক্ষমতায় আছে। মমতার কথায়, 'এটা (ডিটেনশন ক্যাম্প তৈরি) রাজ্য সরকারের কাজ। ওরা অসমে করতে পেরেছিল, কারণ অসমে বিজেপির সরকার। ওরা যদি নির্বাচিত সরকার হয়, আমরাও নির্বাচিত সরকার। আপনাদের যদি দিল্লিতে অধিকার থাকে, তাহলে আমাদেরও এখানে অধিকার আছে।'মমতার দাবি, বৈধ ভারতীয়দেরও বিদেশি বানাবে সংশোধিত নাগরিকত্ব আইন। নিজের প্রাপ্যের জন্যও সরকারের কাছে আবেদন করতে হবে। তাঁর কথায়, 'আপনারা জানেন আইনে কী বলেছে? তাতে বলেছে, আপনারা ভারতীয় ছিলেন। এখন আপনারা বিদেশি ও আপনাদের আবেদন করতে হবে। তারপর তারা ঠিক করবে আপনাদের অধিকার দেওয়া হবে কি না।'মুখ্যমন্ত্রীর অভিযোগ, কার্ড দেওয়ার জন্য বিভিন্ন এলাকা থেকে টাকা তুলছে বিজেপি। মমতার কথায়, 'কার্ড দেওয়ার প্রতিশ্রুতিতে ওরা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে। আমি জানি, ওরা বিজেপি।' তবে কোন কার্ডের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে. তা স্পষ্ট করে বলেননি মুখ্যমন্ত্রী।