হাসপাতালের বেডে শুয়েই তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। এরপর তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। আর সোমবার বর্ধমানের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন রেণু খাতুন। ডান হাতটা কব্জির পর থেকে স্বামী কেটে নিয়েছে। তবুও লড়াইটা জ🌱ারি রেখেছেন তিনি। নার্সের চাকরি পেয়েছেন এই বর্ধমানেই।
এদিন 🌄সভা শুরুর আগেই রেণু খাতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান। মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে যান তিনি। সেই সময়ই মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরেন। মুখ্য়মন্ত্রী জানিয়েছেন অনেক বড় হও। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এমনটাই জানিয়েছেন রেণু। মুখ্য়মন্ত্রীর এই ব্যবহারে এত প্রতিকূলতার মধ্যেও যেন আশার আলো দেখছেন রেণু।
বাস্তবিকই এই🌃 এগিয়ে যাওয়ার স🌟্বপ্নটাই তো দেখতেন রেণু। বড় হতে হবে। সেজন্য়ই তিনি নার্সের পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু স্বামী চাননি রেণু সরকারি চাকরি করুক। আর সেই রাগেই তিনি কব্জির পর থেকে রেণুর হাতের অংশ কেটে নিয়েছিলেন বলে অভিযোগ। তবে তার স্বামীকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। একটা হাত নিয়ে তীব্র লড়াই চালাচ্ছেন রেণু। তবে রেণু জানিয়েছেন তাঁর পরবর্তী চিকিৎসার ভার সরকার গ্রহণ ক🍌রেছে। এই ঘটনায় জড়িতরা যাতে কোনওভাবেই ছাড়া না পান সেটাও পুলিশ সুপারকে দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে🥂 অনেকটাই স্বস্তিতে রেণু।