রিষড়ায় শান্তি প্রতিষ্ঠা ও আক্রඣান্তদের নিরাপত্তার দাবিতে চন্দননগরের পুলিশ সুপারকে স্মারকলিপি দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বুধবার চুঁচুড়ায় পুলিশ কমিশনার অমিত পি জাভালগির দফতরে গিয়ে স্মারকলিপি দেন তিনি। এদিন যদিও সাংসদকে বাধা দেয়নি পুলিশ।
বুধবার দুপুরে চুঁচুড়ার ঘড়ি মোড়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘিরে বিজেপি কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই সেখানে ভিড় করতে শুরু করেন বিজেপির নেতা কর্মীরা। বেলা বাড়লে সেখানে পৌঁছন লকেট চট্টোপাধ্যায়। এর পর মিছিল করে স্লোগান দিতে দিতে পুলিশ সুপারের😼 অফিসের দিকে এগোন তাঁরা। কিছু দূরেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ছিলেন মহিলা পুলিশকর্মীরাও। সেই ব্যারিকেডে আটকে পড়ে। এর পর লকেট চট্টোপাধ্যায় সহ কয়েকজনকে পুলিশ কমিশনারের দফতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। পুলিশ কমিশনারের দফতরে তাঁর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন লকেট।
এদিন লকেট বলেন, রাজ্য সরকার সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে। তাই জায়গায় জায়গায় হিংসা হচ্ছেꦑ। আমরা চাই অবিলম্বে এই হিংসা বন্ধ হোক। শান্তি ফিরুক। সেজন্য পদক্ষেপ করতে হবে পুলিশকে। নইলে আগামীকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি।