পুরী থেকে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি বাস। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমারিতে পথ দুর্ঘটনার জেরে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্ট✱ে যায় পর্যটকবোঝাই একটি বাস। এই পথ দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। যার মধ্যে ১১ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তাঁদের ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। পুরী থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটল। পর পর ছুটি পেয়ে বেশ কয়েকজন মানুষ পুরী বেড়াতে গিয়েছিলেন। আর ফেরার সময় ঘটল পথ দুর্ঘটনা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? স্থানীয় সূত্রে খবর, আজ রবিবার সকালে পুরী থেকে ফিরছিল এই বেসরকারি পর্যটক বাসটি। ভোরের দিকে নারায়ণগড়ের উকুনমাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। আর তারপর উল্টে যায়। বাসটি উ🔥ল্টে যাওয়াতেই বিপত্তি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধার করতে স্থানীয় বাসিন্দারা হাত লাগান। মুর্শিদাবাদের বেশ কয়েকজন বাসে চড়ে পুরী গিয়েছিলেন। শনিবার রাতে পুরী থেকে বাংলার উদ্দেশ্যে রওনা হন। রবিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের উকুনমাড়িতে ঘটে পথ দুর্ঘটনা। রাস্তার পাশের নয়ানজুলিতে বাসটি উল্টে যেতেই আহতের সংখ্যা বাড়ে।
তারপর ঠিক কী ঘটল? ওই বাসযাত্রীরা সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা যায়। বাসটিতে ২৫ জন যাত্রী কিছু বুঝে ওঠার আগে💃ই পথ দুর্ঘটনার কবলে পড়েন। এই পথ দুর্ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। তখন আহত যাত্রীদের তড়িঘড়ꦍি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে কিছু মানুষের শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হওয়ায় তাঁদের স্থানান্তর করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। কেমন করে এই পথ দুর্ঘটনা ঘটল সেটা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় নারায়ণগড় থানার পুলিশ। এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষজন সেখানে ছুটে আসেন।
আরও পড়ুন: ঝাড♔়খণ্ডে দুর্ঘটনার কবলে তৃণমূলের বাস, আন্দোলন নিয়ে আজ রাতেই বৈঠকে অভিষেক
আর কী জানা যাচ্ছে? এই পথ দুর্ঘটনার ফলে রক্তাক্ত হয় জেলার মাটি। এখনও এই পথ দুর্ঘটনা নিয়ে চর্চা রয়েছে এলাকায়। বাসটি নয়ানজুলিতে উল্꧃টে না গেলে এত আহত বা আশঙ্কাজনক অবস্থা ঘটত না। তবে এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। চালক কি অতিরিক্ত বেশি গতিতে বাস চালাচ্ছিল? নাকি মদ্যপ অবস্থায় ছিল? এসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক বাস চালাবার সময় ঘুমিয়ে পড়েছিল। আর ঘুম ভাঙতেই অবস্থা সামাল দিতে না পারায় বাসটি উল্টে যায়। তাই ঘুমন্ত অবস্থাতেই বাসটি পথ দুর্ঘটনার মুখে পড়ে। আর𝓀 এত মানুষের আঘাত লাগে।