পাওনা না মিটিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তৃণমূল বিধায়ক। বিডিয়ো অফিসে বৈঠক করতে তিনি হাজির হয়েছেন শুনেই ঘেরাও করলেন তৃণমূল কর্মীরাও। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবার ঘটনা। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে এদিন তুমুল বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরাই। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামতে হয় পুলিশকে। রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় ২ পক্ষের মধ্যে।মঙ্গলবার গোসাবা বিডিও অফিসে ঘূর্ণিঝড় দানা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক ছিল। বৈঠকে হাজির ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। সুব্রতবাবু ছাড়া ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। স্থানীয় সাংসদ প্রতিমা মণ্ডল। সুব্রতবাবু বিডিও অফিসে এসেছেন শুনেই সেখানে এসে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় তৃণমূল কর্মীরা। তাঁদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটে লড়ার জন্য তাঁদের থেকে টাকা নিয়েছিলেন সুব্রতবাবু। সেই টাকা ৪ বছর পরেও ফেরত পাননি তাঁরা। এমনকী মহিলা সমবায়ের টাকাও খেটেছে ভোটে।piখবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশকর্মীরা বিক্ষোভকারীদের বিডিও অফিসের বাইরে বার করে দেন।বিক্ষোভকারী এক মহিলা বলেন, ভোটের আগে আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল। তার পর থেকে আর টাকা ফেরত দেয় না। পালিয়ে বেড়াচ্ছে বিধায়ক। আজ এখানে এসেছে শুনে সবাই টাকা ফেরত চাইতে এসেছে। এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেননি গোবিন্দ মণ্ডল।