অনিস খানের হত্যার তদন্তে তাঁর বাড়ি গিয়ে কার্য খালি হাতেই ফিরতে হল মুখ্যমন্ত্রী গঠিত সিটের সদস্যদের। মঙ্গলবার সিটের ২ পদস্থ আধিকারিকের কোনও প্রশ্নের ⛦উত্তর দিতে অস্বীকার করেন আনিসের বাবা সালেম খান। সঙ্গে জানিয়েছেন, শুধুমাত্র সিবিআইয়ের সঙ্গে কথা বলবেন তিনি।
মঙ্গলবার দুপুরে আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তাঁদের আমতার বাড়িতে যান SIT-এর ২ সদস্য ডিআইজি সিআইডি (অভিযান) মিরাজ খালিদ ও বারাকপুর কমিশনারেটের যুগ্ম ℱকমিশনার ধ্রুবজ্যোতি দে। আনিসের বাবার সঙ্গে দেখা করে ঘটনার বিবরণ জানতে চান তাঁরা। কিন্তু সালেম খান পুলিশ আধিকারিকদের স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য প্রশাসনের তদন্তের ওপর তাঁর আস্থা নেই। কথা বললে শুধুমাত্র CBI আধিকারিকদের সঙ্গেই বলবেন। আনিসের এক দাদা জানিয়েছেন, বাবা কিছুক্ষণ চেয়ারে বসে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। কিছুক্ষ🐬ণ পর অসুস্থতা বোঝ করায় নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েন তিনি।
এদিন সিটের সদস্যরা যখন ঘটনার তদন্ত চালাচ্ছিলেন তখন বাড়ির 𝕴বাইরে চলছিল তুমুল বিক্ষোভ। পুলিশের বিরুদ্ধে খুন ও তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। তার মধ্যেই যেখান থেকে আনিসকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ, সেই জায়গা ঘুরে দেখেন দলের সদস্যরা।
আনিসের বাবা তথ্য দিতে অস্বীকার করার পর এক ভাইয়ের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। কিন্তু তিনিও একই অবস্থা🌄ন নেন। এর পর বিক্ষোভের মধ্যেই এলাকা ছাডꦉ়েন পুলিশ আধিকারিকরা।