Hair Fall Tips: শুধু বর্ষায় নয়, শীতকালেও ঝরে যায় চুল, আসল কারণ জেনে নিন Updated: 29 Nov 2024, 06:30 AM IST Swati Das Banerjee Share Hair Fall Tips On Winter: আসতে চলেছে শীতকাল, তার সঙ্গে শুরু হতে চলেছে চুল পড়ার সমস্যা। কেন হয় এই সমস্যা? জানুন সবটা। 1/5বৃষ্টি হলেই বাড়তে থাকে চুল পড়ার সমস্যা। মাথায় হাত দিলেই গোছা গোছা চুল হাতে উঠে আসে। কিন্তু এই সমস্যা শুধুমাত্র বর্ষার নয়, শীতকালেও এই একই সমস্যা দেখা যায় অনেকের। চুল শুষ্ক হয়ে যাওয়া, খুশকির মতো সমস্যা বাড়তে থাকে শীতকালে। কিন্তু কেন এমন হয়? জানুন। (pixabay) 2/5শীতকালে গরম জলে স্নান করেন প্রায় সকলেই। কিন্তু এই গরম জলে স্নান করার অভ্যাসের ফলেই আপনার চুল হয়ে যায় রুক্ষ কারণ গরম জল চুলের সমস্ত তেল শুষে নেয়। স্বাভাবিকভাবেই চুলের উজ্জ্বল্য নষ্ট হয়ে যায় এবং চুল পড়তে থাকে। (pixabay) 3/5শীতকালে স্নান করার পর চুল শুকোতে অনেকটাই দেরি হয়ে যায়। যারা প্রতিদিন কাজে বের হন, তাদের কাছে অতিরিক্ত সময় থাকে না সময় নিয়ে চুল শুকানোর, ব্যবহার করতে হয় হেয়ার ড্রায়ার। (pixabay) 4/5নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহার করার ফলে চুল রুক্ষ হয়ে যায় এবং চুল পড়ার সমস্যা বাড়তে থাকে। তবে শুধু চুল নয়, স্ক্যাল্প অর্থাৎ তালুও শুষ্ক হয়ে যেতে পারে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে। এছাড়া চুলের ডগা ফেটে যাওয়া বা খুশকির সমস্যাও বাড়তে পারে প্রতিদিন হেয়ার ড্রায়ার ব্যবহার করলে। (pixabay) 5/5আপনার কাছে যদি হেয়ার ড্রায়ার না থাকে তখন অগত্যা ভেজা চুলেই আপনাকে কাজে বেরিয়ে পড়তে হয়। কিন্তু এখানেও তৈরি হয় অন্য আর এক সমস্যা। ভেজা চুলে বেরিয়ে পড়লে ঠান্ডা লাগার সমস্যার পাশাপাশি হতে পারে চুলের সমস্যাও। দিনের পর দিন দীর্ঘক্ষন ভেজা চুল রাখার ফলে চুল শুষ্ক হয়ে যায় এবং চুল পড়তে থাকে অহরহ। (pixabay) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি