আজ, সোমবার সন্দেশখালি অভিযানের ডাক দিয়েছে সিপিএম। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং প্রাক্তন স্থানীয় সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারের নেতৃত্বে সমাবেশের আয়োজন করছে বামেরা। আর আজই সন্দেশখালির তিনটি জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ থেকে বুধবার পর্যন্ত তা জারি থাকবে। সন্দেশখালি থানার অন্তর্গত বেড়মজুর ২ নম্বর গ্রাম🉐 পঞ্চায়েতের ধামাখালি ঘাট, ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া–আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সরবেড়িয়া মোড় এবং হাটগাছি গ্রাম পঞ্চায়েতের রাজবাড়ি বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। তাহলে সিপিএমের সভা হবে কেমন করে? উঠছে প্রশ্ন।
এদিকে আজ, সোমবার সন্দেশখালি থানা এলাকার সন্দেশখালি ২ নম্বর ব্লকে সভা রয়েছে সিপিএমের। এই সভার কথা আগেই ঘোষণা করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের পাল্টা সন্দেশখালি সভার ডাক দেয় সিপিএম। ধামাখালি ঘাট থেকে নৌকায় চড়ে যেতে হবে এই সন্দেশখালিতে। এদিন সকাল থেকে সেই ধামাখালি ঘাট এলাকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। সিপিএমের সভাকে কেন্দ্র করে এখানে আবার অশান্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কায়𓃲 নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
আরও পড়ুন: ‘হাজি নুরুল ༒ইসলাম সমান অপরাধী’𝐆, শাহজাহান প্রসঙ্গ টেনে আক্রমণ অমিত মালব্যের
অন্যদিকে গতকাল রবিবার বিজেপি এখানে সভা করে গিয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা এখানে উপস্থিত ছিলেন। সেই সভার পর এখানে চাপা উত্তেজনা রয়েছে বলে খবর। তার উপর আজ বিজেপি নেতা অমিত মালব্য এক্স হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থীকে অপরাধী বলে তকমা দিয়েছেন। তাই এখানের মানুষজন ফুঁসছেন। সেখানে সিপিএমের সভা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে♕। প্রথমে সন্দেশখালিতে মিছিল করতে চায় সিপিএম। আর মিছিল শেষ করেই সভা। দুপুর ২টো থেকে সন্দেশখালির সামাজিক শিক্ষাকেন্দ্রের মাঠে সিপিএমের সভা করার কথা রয়েছে। বক্তা হিসাবে থাকবেন দেবলীনা হেমব্রম, সুজন চক্রবর্তী, পলাশ দাশ, নিরাপদ সর্দার–সহ অনেকেই।
এছাড়া শেখ শাহজাহান এবং তার দলবল গ্রেফতারের পর আবার সন্দেশখালিতে পুরনো জমি ফিরে পেতে চেষ্টা শুরু করেছে সিপিএম। এই বিষয়ে সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার বলেন, ‘২০১১ সালের পর থেকে সন্দেশখালিতে ধারাবাহিকভাবে তৃণমূল লালঝাণ্ডার উপরে আক্রমণ বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে 𝄹এমন একটা পর্যায়ে চলে গেল যে, মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবিকার উপরও আক্রমণ নেমে আসল। আমাদের লাল ঝাণ্ডার যে সমস্ত পার্টি অফিসগুলি ছিল তারা দখল করে নেয়।’