বিজেপির পঞ্চায়েত প্রধানের গাড়ি থেকে ধরা পড়ল বাংলাদেশি অনুপ্রবেশকারী। বুধবার রাতে নদিয়ার ধানতলা থানা এলাকার ঘটনা। স্থানীয় বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধানের গাড়ি থেকে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এব্যাপারে গাড়ির মালিক বিজেপির পঞ্চায়েত প্⛦রধানের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বুধবার রাতে রানাঘাট ২ নম্বর ব্লকের বহিরগাছি গ্রাম পঞ্চায়েতে টহল দিচ্ছিলেন ধানতলা থানার পুলিশকর্মীরা। তখন একটি স্করপিয়ো গাড়িকে থামান তাঁরা। গাড়িতে বেশ কয়েকজন নারী ও পুরুষ ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায় এদের অনেকেই বাংলাদেশি নাগরিক। যাদের কাছে ভারতে প্রবেশের কোনও বৈধ𝓀 নথি নেই। এর পর তাদের গ্রেফতার করে পুলিশ। পরে জানা যায় কালো স্করপিয়ো গাড়িটি বহিরগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধানের। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ। এব্যাপারে অভিযুক্ত বিজেপি পঞ্চায়েত সদস্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্থানীয় বিজেপি নেতা বলেন, ‘বিষয়টা ঠিক কী হয়েছে জানি না। পুলিশও ঠিক করে বলতে পারল না। যদি অপরাধ করে 🐽🦩থাকে তাহলে আইন আইনের পথে চলবে।’
স্থানীয় তৃণমূল বিধায়ক বলেন, ‘বিজেপির পঞ্চায়েত প্রধানের গাড়ি থেকে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে। বিষয়টা উদ্বেগের।▨ পুলি🍌শের খতিয়ে দেখা উচিত।’