শাহজাহান শেখ ও তাঁর অনুগামীরা যে𝓡 জমি দখল করেছে সেই টাকার একটা অংশ পেয়েছেন রাজ্যের দু-তিন জন মন্ত্রী। 🌺এমনকি উপরমহল পর্যন্ত এই জমি দখলের টাকা গিয়েছে বলে আদালতে ইডি জানিয়েছে। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী শাহজাহানকে আরও ১৪ দিনের জন্য জেল হেফাজতে চায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে।
জামিনের বিরুদ্ধে যুক⛦্তি হিসাবে ইডির আইনজীবী বলেন যেহেতু মন্ত্রীদের কাছে বেআইনি জমি দখলের টাকা গিয়েছে, তাই শাহজাহান ছাড়া পেলে মামলা প্রভাবিত হতে পারে। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতে জানান, টাকা নয়ছয়ের একটি দিক অস্ত্র কারবারের সঙ্গেও যুক্ত। শুধু তাই নয় আদালতে ইডির আইনজীবী জানান, সরকারি টেন্ডারেরও নিজের প্রভাব খাটিয়ে বেনিয়ম করেছে শাহজাহান শেখ। টেন্ডার পাইয়ে দিয়েছেন নিজের অনুগামীদের𝓡।
আরও পড়ুন। মমতার পর ﷽এবার অভিষেকের বিরুদ্ধে! আদালত অবমাননার🐠 অভিযোগে ফের হাইকোর্টে কৌস্তভ
এদিন শাহজাহানের সঙ্গে তাঁর ভাই আলমগির, অনুগামী দিদার বক্স মোল্লা এবং শিব💟প্রসাদ হাজরাকে হাজির করা হয় ꧑আদালতে। এঁদের ১৪ দিনের জেলা হেফাজত চায় ইডি।
পঞ্চায়েত থেকে শুরু করে ফ♌েরি পারাবার সহ একাধিক টেন্ডার/সরকারি বরাত গেছ🍒ে শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের কাছে। মূলত, ২০১৬ এবং ২০২৩ সাল উল্লেখ করে বলা হয়েছে এই সময় বিভিন্ন ক্ষেত্রে এই টেন্ডারগুলি ঘুরপথে পাইয়ে দেওয়ার শাহজাহান অনুগামীদের। ইডির আইনজীবীর দাবি, শাহজাহানের স্ত্রী-সহ তাঁর নিকটতম সমস্ত আত্মীয় একথা স্বীকার করেছেন ইডি আধিকারিকদের জেরায়।
আরও পড়ুন। ꧒১ কোটির বই, ১৫ লাখের আংটি, ২ টি গাড়ি, কত সম্পত্তি রয়েছে TMC প্রার্থী কল্যাণের?
আরও পড়ুন।ভোটের সময়তে সন্দেশখালি🧜 কাণ্ডে CBI তদন্ত জারি থাকবে, জ💮ানিয়ে দিল সুপ্রিম কোর্ট
শেখ শাহজাহানের আর এক ভাই শেখ সিরাজউদ্দিন। তাঁকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছে না ইডি। এই সিরাজউদ্দিনই নিজেকে হোমিওপ্যাথিক ডাক্তার বলে পরিচয় দিয়েছিলেন। ইডির 🍬আইনজীবীর দাবি, তিনি এখন অন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তারꦏের আস্তানায় আত্মগোপন করে রয়েছেন।
দু-পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শুনে ইডির বিশেষ আদালতের বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় শেখ শাহজাহান সহ ৪ জনের ১৩ মে পর্♚যন্ত🍸 জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই ফের মামলার শুনানি হবে।
আরও পড়ুন। সন্দেশখালিতে এল! হাসনাবাদ বিস্ফোরণে এনএসজি, সিবিআই নেই🌟 কেন? প্রশ্ন তৃণমূলের