আবার দু’দিন জল বন্ধ থাকবে শিলিগুড়ি পুরসভা এলাকায়। শীতের শুরুতেই জলে টান পড়ার ঘটনায় চিন্তায় পড়ে গিয়েছেন শিলিগুড়িবাসী। পরপর দু’দিন জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তাই এখন থেকেই জল সংগ্রহ করে রাখতে শুরু করেছেন শিলিগুড়ির বাসিন্দারা। শিলিগু🐈ড়ি পুরনিগম সূত্রে খবর, এখন দ্বিতীয় ইন্টেক ওয়েলের কাজ করা হবে। তাই দু’দিন সম্পূর্ণ জল পরিষেবা বন্ধ রাখতে হবে। আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জল সরবরাহ করে তা বন্ধ হয়ে যাবে। তারপর ২২ এবং ২৩ তারিখ সারাদিন জল পরিষেবা বন্ধ থাকবে। তবে ২৪ তারিখ থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক থাকবে।
এই কারণে জল নিয়ে সমস্যায় পড়তে পারেন শিলিগুড়ির বাসিন্দারা। এই জল দিয়েই সাংসারিক কাজ থেকে শুরু করে পান করার ক্ষেত্রেও ব্যবহার হয়। ২০২৪ সালের মে মাসে এই শিলিগুড়িতেই জলসঙ্কট দেখা গিয়েছিল। গজলডোবায় তখন বাঁধ মেরামত করার ক🍬াজের জন্য তিস্তা ব্যারাজের লক গেট খুলে দেওয়া হয়। তার জেরে তিস্তা ཧমহানন্দা সেচ খাল শুকিয়ে যায়। তখন তীব্র জলসঙ্কট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে জলের ট্যাঙ্ক, জল পাউচ দেওয়া হয়েছিল। তখন প্রায় ২৫ দিন শিলিগুড়িবাসীকে জলযন্ত্রণা সহ্য করতে হয়। এবার কি জলের পাউচ, জলের ট্যাঙ্ক দেওয়া হবে? উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: গুলশান কলোনির ইতিহাস কী? তদন্তে নেমেই কপালে ভাঁজ পড়েছে লালবাজারের কর্তাদের
শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, এবারও এই দু’দিন বিকল্প জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। যাতে বাসিন্দাদের এই দু’দিন জল নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা হবে। এই সমস্যাটি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে মেয়র গৌতম দেবের নেতৃত্বে শিলিগুড়ি পুরনিগমের জল সরবরাহ বিভাগ বৈঠক করেছে। সেখানেই ঠিক হয়, শিলিগুড়ি শহরে জল সরবরাহ দু’দিন বন্ধ থাক♈ꦛলেও ট্যাঙ্ক এবং পাউচের ব্যবস্থা করা হবে পুরনিগমের পক্ষ থেকে। প্রত্যেকদিন ১ লক্ষ জলের পাউচ বিলি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।