ই রিক্সা চুরির অপবাদ দেওয়ায় প্রতিবেশী যুবককে প্রকাশ্য দিবালোকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে শিলিগুড়ি শহরের জনবহুল অশিঘর মোড়ে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে যুবকের নাম স্বপন বর্মন। আশিঘর মোড় সংলগ্ন পূর্ব চয়নপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি৷স্থানীয়রা জানিয়েছেন, ‘নিরঞ্জন মোদক নামে প্রতিবেশী এক যুবক ফোন করে স্বপনকে ডেকে এনে আচমকা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ মারে । রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে স্বপন। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি যুবককে উদ্ধার করে। এদিকে পরিবারে লোকজনও খবর পেয়ে ছুটে আসে। যুবককে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক আগে একবার স্বপনের টোটো তথা ইরিক্সা চুরি করেছিল। চুরির অভিযোগে তাঁকে জেলও খাটতে হয়। সোমবার ফের মৃত যুবকের টোটো চুরি হয়। টোটোটি চুরি হওয়ার কিছুক্ষণ আগে নিরঞ্জনকে টোটোর সামনে দিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় বলে পরিবারের দাবি। স্বাভাবিক ভাবেই ওই যুবকের দিকেই অভিযোগের আঙুল ওঠে।স্থানীয়দের দাবি, সোমবার রাতে অভিযুক্ত যুবকের সঙ্গে মৃত যুবকের সঙ্গে ঝামেলা হয়। সেই সূত্র ধরে সকালে যুবককে ডেকে এনে পরিকল্পনা করে খুন করা হয় বলে অভিযোগ। স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও অভিযুক্ত যুবক মৃত যুবকের ওপর কয়েকবার হামলা চালিয়েছিল। সে সময় কোনোক্রমে রক্ষা পায় স্বপন। কিন্তু এদিন ধারালো অস্ত্রের আঘাতে স্বপনের মাথা ধড় থেকে প্রায় আলাদা হয়ে যায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক নিরঞ্জন মোদক অশিঘর ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।