বিজেপি ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজু ঝা খুনে এবার নয়া মোড়। রাজু ঝা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও দুই যুবককে গ্রেফতার করল সিট। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। রাঁচিতে গা–ঢাকা দিয়ে ছিল তারা। সিটের টিম সেখান থেকে এই দু’জনকে গ্রেফতার করেছে। এই দু’জনের বাড়ি উত্তরপ্রদেশ এবং বিহারে। খুনের কাজ তার🔯া করে থাকে বলে দাবি পুলিশের। গতকাল মাঝরাতে এই অপারেশন চালানো হয়েছে। আর তাতেই এসেছে সাফল্য।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে 🤡খবর, গ্রেফতার হওয়া দু’জনের নাম ইন্দ্রজিৎ গিরি এবং লালবাবু কুমার। উত্তরপ্রদেশের বারাণসীর জগদীশপুরে ইন্দ্রজিতের বাড়ি। আর লালবাবুর বাড়ি বিহারের গয়া জেলার কাল্লিপুর থানার আকবরপুরে। একমাস ধরে তারা রাঁচির জগন্নাথপুরে বাড়ি ভাড়া নিয়ে গা–ঢাকা দিয়েছিল। তাই স্থানীয় থানার সাহায্য নিয়ে মাঝরাতে ওই বাড়ি থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। রাজু ঝাকে খুনের পর দুষ্কৃতীরা গাড়ি বদল করেছিল। একটি সাদা গাড়িতে চেপে চম্পট দিয়েছিল তারা। সেই গাড়ি ইন্দ্রজিৎ এবং লালবাবু নয়াদিল্লি থেকে জোগা🍷ড় করেছিল বলে তদন্তে উঠে আসে। ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। সেই আবেদনে অনুমতি মিলেছে।
ঠিক কী ঘটেছিল রাজুর সঙ্গে? গত পয়লা এপ্রিল শক্তিগড় থানা এলাকায় ল্যাংচা হাবের সামনে দুষ্কৃতীরা কয়লাꦡ কারবারি রাজু ঝাকে খুন করেছিল। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে চম্পট দেয় তিনজনের খুনির দল। সেদিন তারা একটি নীল গাড়িতে চেপে ওখানে এসেছিল। খুনটি ছিল সম্পূর্ণ পূর্ব–পরিকল্পিত। সিসিটিভি ক্যামেরার ফুটেজে নীল গাড়িটির অস্তিত্ব পাওয়া যায়। খুন করার পর তারা শক্তিগড় থানার কাছে নীল গাড়িটি ফেলে দিয়ে পালিয়ে যায়। গাড়ি থেকে গুলি, বোমা উไদ্ধার হয়েছিল। তদন্তে নেমে সিট তথ্য পায়, শার্প শুটাররা নীল গাড়িটি ফেলে রেখে একটি সাদা গাড়িতে চেপে▨ ঝাড়খণ্ডের দিকে চম্পট দেয়।