আনিস খানের মৃত্যুরহস্যের তদনღ্তে শনিবার ফের মৃত যুবকের বাড়িতে গেলেন SIT-র গোয়েন্দারা। এদিন আনিসের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
শনিবার বিকেলে আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় আনিসের বাড়িতে পৌঁছন সিটের সদস্যরা। প্রথমে আনিসের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। ১৮ ফেব্রুয়ারি রাতে কে কী করছিলেন তা জানতে চান গোয়েন্দারা। এর পর আনিসের প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। জানতে চান, কেউ আনিস খানকে ওপর থেকে পড়ে যেতে দেখেছেন কি না। কেউ আনিসের বাবাকে পুলিশকে ফোন করতে দেখেছেন কি না। প্রত্যেকের বয়ানের ভিডিয়োগ্রাফ🌸ি করেন সিটের সদস্যরা।💧 এর পর ফিরে যান তাঁরা।
ওদিকে আনিসের বাবা সালেম খানের দাবি, আনিসের বন্ধুরা বাড়িতে এলে তাদের হুমকি🃏 দিচ্ছে আমতা থানার পুলিশ।
বলে রাখি, গত ১৮ ফেব্রুয়ারি রাতে পুলিশি অভিযানের সময় আমতায় মৃত্যু হয় যুবক আনিস খানের। পরিবারের দাবি, বাড়িত ৩ তলা থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্তে SIT গঠন করেছে রাজ্য সরকꦿার। ১৫ দিনের মধ্যে তাদের রিপোর্ট পেশ করার কথা। আনিসের প﷽রিবারের তরফে সিবিআই তদন্তের দাবিতে আদালতে মামলা করা হলেও SIT-এর রিপোর্ট দেখে নিতে চাইছে আদালত।