দেরিতে আসায় বর্ধমানে স্মৃত𓄧ি ইরানির বৈঠকে ঢুকতেই পারলেন না বীরভূম বিজেপির সভাꦺপতি ধ্রুব সাহা। মঙ্গলবার এই ঘটনায় বেজায় অস্বস্তিতে পড়েছেন ধ্রুববাবু। কখনও বলছেন, সহকর্মীর চিকিৎসা করাতে দেরি হয়েছে। কখনও বলছেন রাস্তায় যানজট ছিল।
মঙ্গলবার বর্ধমানে ৪টি লোকসভা কেন্দ্রের জন্য রণকৌশল ঠিক করতে জেল🐷া নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বর্ধমান – দুর্গাপুর, বর্ধমান পূর্ব, বোলপুর ও বীরভূম আসনের জন্য ছিল বৈঠক। বৈঠকে আমন্ত্রিত ছিলেন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা। কিন্তু বৈঠক শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে সেখানে পৌঁছন তিনি। ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে সভাঘরের দরজা।
ধ্রুব সাহা পৌঁছে সেখানে উপস্থিত বিজেপির দফতরের কর্মীদের মারফৎ স্মৃতি 𒁏ইরানির কাছে বৈঠকে ঢুকতে দেওয়ার অনুরোধ করেন। জানান রাস্তায় যানজট থাকায় বীরভূম থেকে বর্ধমানে পৌঁছতে দেরি হয়ে গিয়েছে তাঁর। কিন্তু কোনও অনুরোধ শোনেননি স্মৃতি ইরানি। ধ্রুব সাহাকে বৈঠকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়ে দেন তিনি। ফলে ঘরের ভিতরে যখন বৈঠক চলছে তখন বাইরে অপেক্ষা করতে দেখা যায় ধ্রুববাবুকে।
আরও পড়ুন: কবে ইন্টারভিউ হবে আপার প্রাথমিকের প্যারা-টিচা🌄রদের? জানাল SSC, অ্যাডমিটের কোনদিন?