বারাকপুর মহাকুমার বেশিরভাগ পুরসভা এলাকায় তৃণমূলের দলীয় কোন্দল বাড়ছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় তার জন্য উদ্যোগী হয়েছে তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে বৃহস্পতিবার পানিহাটি পুরসভায় দলীয় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। যদিও তৃণমূলের একাংশের দাবি আগামী ১৬ মার্চ পুরবোর্ড🐽ের এক বছর পূর্তি। সেই উপলক্ষেই এই বৈঠক করেছেন তৃণমূল সাংসদ।
পানিহাটি পুরসভায় বৃহস্পতিবার ♛তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে সৌগত রায় বৈঠক করেন। বৈঠকে ছিলেন কাউন্সিলররা। রুদ্ধদ্বার বৈঠকে সৌ♏জন্যমূলক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই বৈঠকে স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ উপস্থিত ছিলেন না। তবে তাঁর কথাতেই বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। পানিহাটি পুরসভায় ৩৩ জন তৃণমূল কাউন্সিলর রয়েছেন। এদিনের বৈঠকে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী ঘোষাল উপস্থিত ছিলেন না। ফলে ৩১ জন কাউন্সিলর এদিনের বৈঠকে যোগ দেন। এদিনের বৈঠকে সৌগত রায় দলীয় কোন্দল মিটিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন। জানা গিয়েছে, কোনও ক্ষোভ থাকলে তা মিটিয়ে নিতে বলেছেন তৃণমূল সাংসদ। এদিনের বৈঠকে অনেকেই নিজেদের অভাব অভিযোগের কথা জানান। সূত্রের খবর, সৌগত রায়কে বলতে শোনা যায় বিধায়ক নির্মল ঘোষের কথাতেই বৈঠক হয়েছে। অনেকেই এদিনের বৈঠকে অভিযোগ করেন তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না।