রাষ্ট্রপতিকে নিয়ে অখিꦕল গিরির মন্তব্যের জেরে যখন তোলপাড় রাজ্য, তখন রাজভবনের নীরবতায় যে রাজ্য বিজেপি খুশি নয় তা স্পষ্ট করলেন সাংসদ সৌমিত্র খাঁ। অখিলবাবুর মন্ত্রিত্ব ও বিধায়কপদ খারিজের দাবি জানিয়ে🌱 সোমবার রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। সঙ্গে তিনি বলেন, জগদীপ ধনখড়ের অনুপস্থিতি টের পাচ্ছি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, ‘ভারতবর্ষের সমস্ত রাজ্যপালের কাছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজ্যপালের কাছে আমার অনুরোধ, পশ্চিমবঙ্গে সংবিধানের মর্যাদা রক্ষার দায়িত্ব আপনার। রাষ্ট্রপতির বিরুদ্ধে যে ধরণের ভাষা ব্যবহার করা হয়েছℱে 🗹তাতে আপনার তাঁকে মন্ত্রিত্ব ও বিধায়ক পদ থেকে অবিলম্বে অখিল গিরিকে বরখাস্ত করা উচিত। ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন হোক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ওপর কেউ যেন কিছু বলতে না পারে’।
রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর রসায়ন নিয়ে তাঁর মন্তব্য, ‘রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে। কিন্তু রাজ্যপালের অবিলম্বে অখিল গিরির বিধায়ক পদ খারিজ করা উচিত। এই দাবি জানিয়ে আমি রাজ্যপালকে🍸 চিঠি দিচ্ছি’।
জগদীপ ধনখড়ের প্রসঙ্গ উত্থাপন হলে রাখঢাক না করেই তাঁকে বলতে শো﷽না যায়, ‘প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের অনুপস্থিতি আমরা টের পাই। বর্তমান রাজ্যপাল লা গণেশনের কাছে অনুরোধ, মানুষের💙 কাছে তুলে ধরুন’।