ফের রাজ্যে আরও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘অশনি’। দক্ষিণ আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হয়ে এবং আগামী ১০ মে তা রাজ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রাকৃতিক দু✃র্যোগ মোকাবেলায় ক্যানিং, কাকদ্বীপ প্রভৃতি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আজ ক্যানিংয়ের বিভিন্ন নদী বাঁধ পরিদর্শন করেন ক্যানিং মহকুমা শাসক আজহার জিয়া।
এদিন ক্যানিং ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিককে সঙ্গে নিয়ে নদী বাঁধ পরিদর্শন করেন ক্যানিং মহকুমা শাসক। ক্যানিং মহকুমার অন্তর্গত ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা অঞ্চলের মধুখালী এলাকায় নদী বাঁধ পরিদর্শন করেন তিনি। যে সমস্ত নদীবাঁধের অবস্থা খারাপ সেগুলিকে দ্রুত মেরামত করার নির্দেশ দেন মহকুমা শাসক। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে কি না সে বিষয়টিও নিশ্চিত করেন। নদী তীরবর্তী এলাকার মানুষদেরকে সচেতন করা হচ্ছে। এছাড়া, নদী তীরবর্তী এলাকার স্কুল ও ফ্লাড সেন্টারগুলিকে প্রস্তুত রাখা হয়🎐েছে। এমনটাই জানিয়েছেন মহকুমা শাসক।