০২০২১ হাওড়া-বারবিল স্পেশাল : আগামী ২০, ২১, ২৭ এবং ২৮ অগস্ট হাওড়া থেকে ছাড়বে না। বাতিল থাকছে ট্রেন।০২০২২ বারবিল-হাওড়া স্পেশাল : আগামী ২০, ২১, ২৭ এবং ২৮ অগস্ট বারবিল থেকে বাতিল থাকছে।০২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর : আগামী ২০, ২১, ২৭ এবং ২৮ অগস্ট হাওড়া থেকে ছাড়বে না।০২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল : আগামী ২০, ২১, ২৭ এবং ২৮ অগস্ট ভুবনেশ্বর থেকে বাতিল থাকছে। ০২২১৩ শালিমার স্পেশাল-পাটনা : আগামী ২১ এবং ২৮ অগস্ট শালিমার থেকে ট্রেন বাতিল থাকছে।০২২১৪ পাটনা-শালিমার স্পেশাল : আগামী ২০ এবং ২৭ অগস্ট পাটনা থেকে ট্রেন বাতিল থাকছে।০২২৪৫ হাওড়া-যশবন্তপুর স্পেশাল : আগামী ২১ এবং ২৮ অগস্ট হাওড়া থেকে ট্রেন বাতিল থাকবে।০২২৪৬ যশবন্তপুর-হাওড়া স্পেশাল : আগামী ২০ এবং ২৭ অগস্ট যশবন্তপুর থেকে ট্রেন বাতিল থাকবে।তবে বুধবার বিকেলে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ অগস্ট সম্পূর্ণ লকডাউন হবে না। সেই ঘোষণার পর দক্ষিণ-পূর্ব রেলের তরফে এখনও জানানো হয়নি, যে ট্রেনগুলি ২৮ অগস্ট বাতিল রাখা হয়েছে, সেগুলি এবার চলবে কিনা। সেই বিষয়ে রেলের তরফে কোনও তথ্য জানানো হলে প্রতিবেদনে সেই বিষয়ে জানিয়ে দেওয়া হবে।