একশো শতাংশ লোকাল ট্রেন চালু করতে তৈরি পূর্ব রেল। তবেই এখনই দক্ষিণ-পূর্ব রেল সেই পথে হাঁটছে না। শুক্রবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ধাপে ধাপে হাওড়া-খড়্গপুর শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিক বলেছেন, ‘আমরা ধাপে ধাপে পরিষেবা শুরু করব। যাত্রীদের চাহিদা এবং যাত্রী সংখ্যা নিয়ে রাজ্য সরকারের বিধিনিষেধের বিষয়টি বিবেচনা করে আমরা ধাপে ধাপে পরিষেবা বাড়াব।’ শুক্রবার নবান্নের তরফে করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধের যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে, আগামী ৩১ অক্টোবর (রবিবার) থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলতে পারবে। এতদিন শুধুমাত্র খাতায়-কলমে স্টাফ স্পেশাল ট্রেন চলছিল। তাতে কোনও বাধা ছাড়াই উঠছিলেন সাধারণ যাত্রীরা। তা সত্ত্বেও প্রায় সাড়ে পাঁচ মাস পর খাতায়-কলমে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য। সেই নির্দেশিকার পরই পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, রাজ্যের নির্দেশেই গত মে থেকে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ ছিল। রাজ্য সরকারের সবুজ সংকেত পাওয়ায় আবার রবিবার থেকে লোকাল ট্রেন চালু হবে। তবে আমজনতার কাছে তাঁর আর্জি, সরকারের নির্দেশ মতো সব লোকাল ট্রেন চালু হলেও জরুরি কারণ ছাড়া যেন সাধারণ মানুষ ট্রেনে না ওঠেন। তিনি বলেন, ‘রাজ্য সরকারের নির্দেশিকা মেনে আমরা ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালাব। বিধিনিষেধ যাতে পালন করা হয়, তা নিশ্চিত করতে আরপিএফ মোতায়েন করবে পূর্ব রেল এবং যাত্রীরা যাতে ঠিকভাবে করোনা বিধি মেনে চলেন, সেজন্য রাজ্য সরকারকে সহযোগিতার আর্জি জানানো হবে।’