ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তৃণমূলের বিরুদ্ধে মেরে ফেলার চক্রান্তের অভিযোগ তুললেন। এই অভিযোগে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন। একই সঙ্গে জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ জানিয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক। গত শনিবার পুলিশের লাঠিতে গুরুতর আহত হয়েছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। তার পরেই তিনি জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় ꧙মহিলা কমিশনে অভিযোগ জানান।
গত শনিবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশ গ্রেফতার করার পরেই সরব হয়েছিলেন বিজেপি বিধায়করা। শ্রীরূপা মিত্💦র ইংরেজবাজারে সুকান্ত মজুমদারকে গ্রেফতারের🦋 প্রতিবাদ জানিয়েছিলেন। অভিযোগ, প্রতিবাদ চলাকালীন লাঠিচার্জ করে পুলিশ। সেই সময় পুলিশের লাঠিতে তিনি গুরুতর জখম হয়েছিলেন এবং তার পরের দিন অর্থাৎ গতকাল রবিবার তাকে খুন করার ꩲচক্রান্ত হয় বলে অভিযোগ।