বাজি ক্লাস্টার তৈরি নিয়ে বেশ কয়েক মাস ধরে জল্পনা চলছিল। বিভিন্ন জায়গায় জমি নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্ত জট কাটিয়ে এবার কোথায় কোথায় বাড়ি ক্লাস্টার তৈরি করা হবে। সেই কথা ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের ঘোষণা অনুযায়ী, মুর্শিদাবাদের বহরমপুর, উত্তর ২৪ পরগনার বনগাঁ, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, হাওড়ার উদয়নারায়নপুর এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ব꧂াজি ক্লাস্টার তৈরি করা হবে। এর আগে বাজি ক্লাস্টার তৈরির প্রস্তা꧋বে নাম ছিল পূর্ব কলকাতা জলাভূমির ধাপার মাঠ পুকুর এবং দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা। তবে সেখানে বাজি ক্লাস্টার তৈরি নিয়ে বিতর্ক শুরু হতেই ওই দুটি জায়গাকে বাদ দিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন: এত জমি কোথায় মিল♊বে? দাম কে দেবে? বাজি ক্লাস্টারের পরিণতি নিয়ে ধন্দে ব্যবসায়ীরা
এই সমস্ত জায়গাগুলির মধ্যে সবচেয়ে বড় বাজি ক্লাস্টার তৈ💟রি হতে চলেছে বারুইপুরে। সেখানে ২১ একর জমির উপরে সেলিং ক্লাস্টার তৈরি করা হবে। এর জন্য খরচ করা হবে ২ কোটি ৪৯ লক্ষ টাকা। এর নাম সেলিং ক্লাস্টার হলেও সেখানে বাজি তৈরি এবং বিক্রি দুই করা যাবে। এরপরে দ্বিতীয় বৃহত্তম বাজি ক্লাস্টার তৈরি হতে চলেছে উত্তর 🐠২৪ পরগনার বনগাঁ। এখানে ১২ একর জমিতে বাজি ক্লাস্টার তৈরি হবে। তার জন্য খরচ ধার্য করা হয়েছে ২ কোটি ২৮ লক্ষ টাকা। বহরমপুরে ১ একর জমিতে সেলিং ক্লাস্টার তৈরি করার জন্য খরচ হবে ৮৩ লক্ষ টাকা। উদয়নারায়ণপুরে ০.১৮৩ একর জমিতে ৫৩ লক্ষ টাকা খরচ করে বাজি ক্লাস্টার তৈরি করা হবে। কোলাঘাটে একটি ভবনে বাজি মজুদ ও বিক্রি রাখার জন্য ক্লাস্টার তৈরি করা হবে।