পেশায় একজন হল কৃষক এবং অন্যজনের মোমোর দোকান রয়েছে। তারাই কেএও জঙ্গি সংগঠনের সদস্য সংখ্যা বাড়ানোর সঙ্গে যুক্ত ছিল। দীর্ঘদিন ধরেই তাদের খোঁজ চালাচ্ছিলেন গোয়েন্দারা। অবশেষে গোয়েন্দাদের জালে ধরা পড়ল এই দুই জঙ্গি। রাজ্য পুলিশের এসটিএফ কোচবিহারের তুফানগঞ্জ থেকে এই দুজনকে গ্রেফতার করেছে। এই দুজনে কেএলও’র লিঙ্কম্যান হিসাবে কাজ করতো। তারা উত্তরবঙ্গে কেএলও জঙ্গি সদস্য সংখ্যা বাড়♐ানোর চেষ্টা কাজ করত। এমনকি অসমের কেএলও প্রধানের সঙ্গেও তাদের যোগ ছিল বলে মনে করছেন গোয়েন্দারা।
কেএলও’তে যোগদ𓆉ান করা যুবকদের প্রশꦯিক্ষণ দেওয়া হচ্ছে মায়ানমারে, তথ্য পেল এসটিএফ
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হল দেবব্রত বর্মা এবং সুবল বর্মন। তারা দুজনেই তুফানগঞ্জের বাসিন্দা। এরমধ্যে দেবব্রত পেশায় একজন কৃষক এবং সুবলের মোমোর দোকান রয়েছে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। দুজনের পেশা অত্যন্ত সাদামাটা হওয়ার কারণে এতদিন তাদের উপর সন্দেহ হয়নি স্থানীয়দের। যার ফলে সকলের অজান্তেই তারা ক𒅌েএলও জঙ্গি সংখ্যা বাড়ানোর সঙ্গে যুক্ত ছিল। জানা গিয়েছে, কেএলও’র বেশ কয🧸়েকটি বৈঠকে তাদের একসঙ্গে দেখা গিয়েছে।
সম্প্রতি কেএলও-র বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে অনেকেরই পরিচয় রয়েছে এই জঙ্গি সংগঠনের প্রধান জীবন সিংহের সঙ্গে। জানা গিয়েছে, তারা নিয়মিত জীবন সিংহের সঙ্গে যোগাযোগ রাখত। তাদের জিজ্ঞাসাবাদ করে কোচবিহারে লিঙ্কম্যান হিসেবে কাজ করা ওই দুজনের খোঁজ পায় এসটিএফ। তারপরে তাদেরকে গ্রেফতারের জন্য ময়দানে নেমে পড়ে। অবশেষ🌸ে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওই দুজনকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের আদালতে তোলা হলে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ব🌊িচারক। এস তদন্তকারীদের অনুমান, উত্তরবঙ্গে কেএলও-র আরও লিঙ্কম্যান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।