ময়নাগুড়িতে বিকানির গুয়াহাটি এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কাটেনি এখনও। বাঘেরডাঙা এলাকায় রেললাইনে উলটে গিয়েছিল রেলের বগি। এদিকে স্থানীয় সূত্রে খবর, রেললাইনের ধ🔯ারেই রয়েছে🍬 চাষের জমি। রেলের বগি ওলটপালট হয়ে যাওয়ার পর সেদিন দুর্ঘটনাস্থলে ছুটে এসেছিলেন হাজার হাজার মানুষ। এর সঙ্গে পুলিশ, সেনা, অ্যাম্বুল্য়ান্স সহ সব গাড়িই যাতায়াত করেছে চাষের জমির উপর দিয়ে। আর তার জেরে একেবারে মাথায় হাত কৃষকদের। গাড়ির চাকায়, পায়ের চাপে ফসলের আর কোনও অস্তিত্ব নেই। সেই ফসলের ক্ষতিপূরণের দাবিতে সরব হয়েছিলেন বাসিন্দারা। শনিবার সেই ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে এসেছিলেন ময়নাগুড়ির বিডিও। ফসলের ক্ষতিপূরণের দাবি তাঁর কাছে করেছেন কৃষকরা।
তবে তার সঙ্গেই আরও একটা নালিশ পেয়েছেন বিডিও। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁকে জানিয়েছেন, দুর্ঘটনার পর থেকেই এলাকায় কেমন যেন গা ছমছম করছে। অশরীরী কারা যেন ঘুরে বেড়ায় এলাকায়। রাত হলেই শোনা যায় আর্তনাদ। গায়ে কাঁটা দেয়। শোনা যায় কান্নার শব্দ। আর এনিয়েই নানা কথা রটছে এলাকায়। ভূতের ভয়ে এไকেবারে কাঁটা হয়ে রয়েছেেন অনেকে। তবে প্রশাসনিক আধিকারিকরা তাঁদের নানাভাবে আশ্বস্ত করেছেন। বাসিন্দাদের এনিয়ে সচেতন করার ব্যাপারেও আশ্বাস দিয়েছে প্রশাসন। প্রয়োজনে যুক্তিবাদী সমিতির প্রতিনিধিদের নিয়ে এসে বাসিন্দাদের আতঙ্ক দূর করার চেষ্টা করা হবে।