বুধবার ঘড়িতে তখন বিকেল ৪টে। সোদপুর স্টেশনে চুপ করে বসেছিল এক ছাত্রী। আচমকাই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় ওই ছাত্রী। পরে জানা যায়, মৃতের নাম সায়ন্তী দত্ত। তার বাড়ি উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। এদিকে স্থানীয় সূত্রে খবর, রেললাইনের উপর ওই স্কুল ছাত্রীর দেহ দীর্ঘক্ষণ পড়েছিল। প্রায় ঘণ্টা দুয়েক এভাবে রেলললাইনে পড়ে থাকে দেহটি। তার উপর দিয়েই ওই ল♈াইনে একের পর এক ট্রেন যেতে থাকে। সোদপুর স্টেশনের এই ভয়াবহ অমানবিক ছবি দেখে শিউরে উঠেছেন অনেকেই। প্রশ্ন উঠছে কেন ওই ছাত্রীর দেহ রেললাইন থেকে সরানো হল না?
এদিকে স্থানীয় সূত্রে খবর, রেললাইনে ছাত্রীর কাটা পড়ার ঘটনায় উৎসাহী লোকজন স্টেশনে ভিড় জমান। রেলকর্মীরাও বিষয়টি জানতে পারেন। তারপরেও একের পর এক ট্রেন দেহের উপর দিয়ে চলে যায় বলে রেলযাত্রীদের দাবি। আর একটু কি মানবিক হতে পারত না রেল কর্তৃপক্ষ? এই দৃশ্য দেখে আঁতকে উঠছেন অনেকেই। কিন্তু রেলের সহযোগিতা ছাড়া দেহ সরাতে ভরসা পাননি কেউই। ꦿতবে গোটা ঘটনায় মেন লাইনে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে রেলকর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে যান।
কিন্তু ﷽কেন আচꦰমকা ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী? স্থানীয় সূত্রে খবর, মোবাইল দেখা নিয়ে পরিবারের লোকজনের সঙ্গে তার ঝামেলা হয়েছিল। এনিয়ে নাকি তাকে বকাবকিও করা হয়েছিল। তারপরই অভিমানে সে স্টেশনে চলে আসে।🐭 তারপরই একসময় চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়।