রবিবার শিক্ষক দিবস। এদিকে এতদিন বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন যে ছাত্রছাত্রীরা, তাঁদেরই এদিন দেখা গেল অন্য ভূমিকায়। উপাচার্যকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনের গেটের সামনে ফুল হাতে হাজির হলেন সেই ছাত্রছাত্রীরাই। আবেগে ভাসলেন তাঁরা। অপেক্ষা করলেন উপাচার্যের জন্য। কিন্তু উপাচার্যের দেখা তাঁরা পাননি। অগত্যা তাঁর গেটের সামনেই ফুল রেখে চꦗলে গেলেন তাঁরা। তিনজন ছাত্রছাত্রীকে বরখাস্তের প্রতিবাদে যে পড়ুয়ারা এতদিন উপাচার্যের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তাঁদেরই এদিন দেখা গেল ফুল হাতে। সেটাও সেই উপাচার্যের জন্যই। ছাত্র শিক্ষক সম্পর্কের মাঝে তীব্র অভিমানের পর্দাটা যেন কিছুক্ষণের জন্য সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেন আন্দোলনকারী পড়ুয়ারাই।
শিক্ষককে সম্মান জানাতেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ধীর পায়ে গেলেন তা𒉰ঁরা। হাতে একটꦜি আবেদন, শিক্ষার আলো থেকে বঞ্চিত করবেন না। তবে আন্দোনকারীরা জানিয়েছেন, তাঁদের আন্দোলন যেমন চলছে তেমনি চলবে। তবে এর মাঝেই শিক্ষকদের শ্রদ্ধা জানানোর চিরাচরিত রীতি থেকে তাঁরা সরে আসেননি। এদিকে গত কয়েকদিন ধরেই উপাচার্যের বাসভবনের সামনে তুমুল আন্দোলন চালিয়েছেন ছাত্র ছাত্রীরা। এমনকী উপাচার্যের বাড়ির গেট টপকানোরও চেষ্টা করেন তারা। এদিকে গোটা ঘটনা নিয়ে বারবারই জট পাকিয়েছে। আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন উপাচার্য। এদিকে রবিবার থেকে অনশন সত্যাগ্রহের পথেও নেমেছেন তাঁরা।