বিজেপি নেতা সৌমিত্র খাঁর বিবাহবিচ্ছেদের নোটিশের জবাব দিলেন তৃণমূলনেত্রী সুজাতা খাঁ। দীর্ঘ চিঠিতে সুজাতা বোঝাতে চেয়েছেন এখনো নিজেকে সৌমিত্রর পরিবারের একজন সদস্যই মনে করেন তিনি। সঙ্গে তাঁর অভিযোগ, বিজেপির চাপেই বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন তিনি। চিঠির শুরুতে সুজাতা লিখেছেন, ‘আমি তোমার কাছে কখনও ডিভোর্স চাইনি। তাই মিউচুয়াল ডিভোর্সের যে আবেদন করেছো তা ঠিক নয়। তোমার থেকে আলাদা হওয়ার কথা ভাবতে পারি না।’নিজেদের ১০ বছরের সংসার জীবনের কথা উল্লেখ করে সুজাতা লিখেছেন, ‘আমারা দীর্ঘদিন একসঙ্গে পথ চলেছি। সমস্ত লড়াইয়ে একে অপরের পাশে থেকেছি। আর তৃণমূলে যোগদানের ২ ঘণ্টার মধ্যে তুমি আমাকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিলে? আমার বিশ্বাস ওই ডিভোর্সের নোটিশ তোমার নিজের লেখা নয়। তোমার রাজনৈতিক প্রভুদের চাপে তুমি তা লিখতে বাধ্য হয়েছো। আর যদি সত্যিই নিজে নোটিশটি লিখে থাকো তাহলে বলব, সাংবাদিক সম্মেলনে কান্নাকাটির অভিনয়টা ভাল ছিল।’চিঠিতে বিজেপিকেও আক্রমণ করেছেন সুজাতা। লিখেছেন, ‘বিজেপি মনে করে স্ত্রীর দায়িত্ব শুধু স্বামীর যত্ন নেওয়া। আমি যখন নিজের জন্য কিছু করতে চাইলাম তখন তুমি আমাকে পরিত্যাগ করলে। তোমার মহান পার্টির নেতারা এই নিষ্ঠুর কাজটা করতে বাধ্য করেছে। অমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিজের পরিচয় গড়ে তুলব। মানুষের সেবা করবো।’চিঠিতে সৌমিত্রকে ভালবাসা জানিয়ে সুজাতা তাঁর ‘শুভবুদ্ধির উদয় হোক’ বলে প্রার্থনা করেছেন।