পুলিশের একাংশ 'টাকা খাচ্ছে' বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা নিয়ে আক্রমণ শানালেন সুক♋ান্ত মজুমদার। ঠিক কী কারণে বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সেই মন্তব্য করেছেন, তা নিয়ে তিনটি প্রশ্নও তুললেন বঙ্গ বিজেপির সভাপতি। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যবাসীর নজর ঘোরাতে কি পুলিশের একাংশ 'টাকা খাচ্ছে', ‘বালি চুরি’, ‘কয়লা চুরি’ নিয়ে সেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী? নাকি ‘আচ্ছন্ন’ হয়ে তিনি সেই মন্তব্য করেছেন? নাকি দলেরই ‘নায়ককে’ বার্তা দিতে মুখ্যমন্ত্রী সেই কথাটা বলেছেন?
'আচ্ছন্ন অবস্থায় অন্তরাত্মার থেকে আগত স্বগতোক্তি?'
মুখ্যমন্ত্রীর বক্তব্যের একাংশের ভিডিয়ো পোস্ট করেꦅ বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘কী আশ্চর্য! রাজ্যের পুলিশ মন্ত্রী নিজেই তাঁর নিয়ন্ত্রণে থাকা চাটুকারিতা সর্বস্ব বাহিনীর সমালোচনা করতে ব্যস্ত! আমরা মাননীয়া ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইছি, ত্রস্ত রাজ্যবাসীর নজর ঘোরাতে এটা কি তাঁর নয়া আবিষ্কৃত কোনও বিশেষ কৌশল? নাকি আচ্ছন্ন অবস্থায় তাঁর অন্তরাত্মার থেকে আগত সღ্বগতোক্তি? নাকি কয়লা-বালি সমন্বিত এই বার্তা দলেরই আরও একটি বিভাজিত অংশের নায়কের উদ্দেশ্যে দিয়ে রাখলেন?’
সুকান্তের 'নায়ক' কে?
'নায়ক' বলতে ক🔯াকে বুঝিয়েছেন, তা অবশ্য খোলসা করে বলেননি সুকান্ত। তবে মুখ্যমন্ত্রী💮র যে বক্তব্যের ভিডিয়ো পোস্ট করেছেন সুকান্ত, তাতে মমতাকে বলতে শোনা গিয়েছে, ‘……পুলিশেরও কিছু লোক, তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো…………..।’
বৃহস্পতিবার নবান্ন থেকে সার্বিকভাবে নীচুতলার পুলিশকর্মীদের একাংশের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী জানান, ডিজি নিজে চেষ্টা করেন। কিন্তু পুলিশের একাংশ স্থানীয় স্তরে অসহযোগিতা করছেন। টাকা খেয়ে নীচুতলার অফিসার এবং পুলিশকর্মীদের একাংশ বাল🎶ি, সিমেন্ট, কয়লা চুরিতে মদত দিচ্ছেন বলেও দাবি করেন মমতা।
আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, নতুন করে কী বাড়ল? জেনে ন▨িন
‘রাজনৈতিক নেতারা টাকা খাওয়ার আগে ১০ বার ভাবেন’
মু🍰খ্যমন্ত্রীর কথায়, ‘হয়তো তুমি (রাজ্য পুলিশের ডিজি) চেষ্টা করো। কিন্তু লোকাল পুলিশ সহযোগিতা করছে না। সবাইকে বলছি না। আমি একไাংশকে বলছি। রাজনৈতিক নেতাদের নামে সকলে বেশি বদনাম করেন। পাঁচ টাকা বলে দেয় ৫০০ টাকা (খাচ্ছে)। চোর (বলে দেয়)।’