রিষড়াকাণ্ডে জখম বিজেপি বিধায়ক বিমান ঘোষকে দেখতে এদিন হাসপাতালে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, রবিবার রিষআড়ায় একটি শোভাযাত্রা বের করা হয়েছিল বিজেপির তরফে। সেখানে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষও। রিষড়ার বাঙ্গুর পার্ক থেকে মাহেশ পর্যন্ত যাওয়ার কথা ছিল সেই মিছিলের। দিলীপ ছাড়াও সেই মিছিলে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং শ্রীরামপুরের বিজেপি সভাপতি মোহন আদক। সেই মিছিলে হামলা চালানোর ঘটনা ঘটেছিল। তাতে কাঁধে চোট পেয়ে হাসপাতালে ভরতি বিজেপি বিধায়ক। গতকালই রাতে হাসপাতাল থেকে বিজেপি বিধায়ক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লিখে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছিলেন। আজ তাঁকে হাসপাতালে দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি তোপ দাগেন শুভেন্দু অধিকারী। (আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া আরও সহজ হল💟, বড় নিয়ম বদল করল রাজ্য সরকার)
এদিন শুভেন্দু বলেন, 'এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে হচ্ছে। সাগরদিঘি, রামপুরহাটের বগটুইয়ের ঘটনার পর এনআরসি-র ভয় দেখাচ্ছেন। সংখ্যালঘু ভোট তাঁর হাত থেকে চলে যাচ্ছে দেখে এভাবে পরিকল্পনা করে সংঘর্ষ বাঁধানো হচ্ছে। তাঁর যে মুসলিম নেতৃত্ব আছেন, যারা গুন্ডামি, তোলাবাজি করেন, তাঁদেরকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন। এই নাটকের সূচনা রেড রোডের ধরনা মঞ্চ থেকে। রামনবমীর মিছিল শুরুর আগে থেকেই চিনি উস্কানি দিচ্ছিলেন। কারণ রামচন্দ্রকে এতনদিন তৃণমূল গোবলয়ের ভগবান হিসেবে বানিয়ে রেখেছিল। পশ্চিমবঙ্গের বাঙালিরা যে এত উৎসাহের সঙ্গে রামনবমীতে অংশগ্রহণ করবেন, এতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আতঙ্কিত।' (আরও পড়ুন: রেশন তোলার নিয়মে 'আমূল পরিবর্তন', রাজ্য সরকারকে 'বাইপাস' করে কী জান♕াল কেন্দ্র?)
আরও পড়ুন: কেন্দ্রের সমান ডিএ এই রাজ্যে, 'এগিয়ে বাংলা...', শুভেচ্ছা বার্𓆏তা শুভেন্দুর
শুভেন্দু অভিযোগ করেন, 'বিমান ঘোষকে তাঁর সিআইএসফ নিরাপপত্তারক্ষীরা গাড়িতে তুলছিলেন। কোনও প্ররোচণা ছিল না। সেখানে আচমকা দূর থেকে তাঁর মাথা লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। কাঁধে লাগে, তাই আপাতত তাঁর প্রাণট🎉া বেঁচে গিয়েছে। আপনারা দেখেছেন রিষড়ায় শান্তিপূর্ণ মিছিলের ওপর কারা হামলা ꦬচালিয়েছে। ভিডিয়ো ফুটেজে সব দেখা যাচ্ছে। সেই একই মডেল। পুলিশ নীরব, নিষ্ক্রিয়। ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বেছে বেছে রামনবমীর মিছিলে অংশগ্রহণকারী কার্যকর্তাদের গ্রেফতার করছে।'