সময় মাত্র ২৫ মিনিট। আর তার মধ্যেই তালপাতার ছোট্ট টুকরোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুদ্রতম প্রতিকৃতি এঁকে ফেললেন তারকেশ্বরের শিল্পী। মলয় ঘোষ নামের ওই চিত্রশিল্পীর নাম উঠেছে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’-এ। তবে মলয় ঘোষের এটাই প্রথম রেকর্ড নয়। ২০২০ সালে আইসক্রিমের কাঠির উপর তিনজন মনীষীর ছবি এঁকেছিলেন। সেজন্য ‘ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস’-এ নাম ওঠে তাঁর।৬.০২ x ২.০৭ সেন্টিমিটারের একটি শুকনো তালপাতার টুকরোয় মুখ্যমন্ত্রীর ছবি এঁকেছেন মলয় ঘোষ। নিয়ম অনুযায়ী আঁকার শুরু থেকে শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন একটি ভিডিয়ো করে পাঠাতে হয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দফতরে। এর আগে এক মাসে দু'বার এমনটা করে ভিডিয়ো পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তা গৃহীত হয়নি। শেষমেষ তৃতীয়বারের চেষ্টা সফল হয়। শিল্পী মলয় ঘোষের সাফল্যে উচ্ছসিত এলাকাবাসী। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর ছবি এঁকে রেকর্ড গড়ায় সম্মান জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। শনিবার তারকেশ্বরের পুর প্রশাসক স্বপন সামন্ত, প্রাক্তন কাউন্সিলার মহম্মদ নঈম, তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারি, টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুপ পণ্ডিত সহ দলীয় নেতা-কর্মীরা মলয় ঘোষের বাড়িতে আসেন। তাঁকে পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে সম্মান জানানো হয়।