শিলিগুড়িতে এবার রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার চেষ্টার অভিযোগ উꦬঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডের ꦗপাশে শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের ‘সেবক হাউস’-এ ওই ঘটনা ঘটেছে। জমি মাফিয়ারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের মারধর করে বলেও অভিযোগ। বিজেপির দাবি, এই হামলার সঙ্গে যুক্ত তৃণমূল।
আরও পড়ুন: অনুপ্রব🌠েশকারীদের নিমন্ত্রণ করে নিয়ে আসে আর বাঙালিদের ঘেন্না করে তৃণমূল: মোদী
পড়তে থাকুন: দিকে দিকে প্রতিবাদ, ‘ও একটা পাগলি’ মম🌌তাকে বললেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী
জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোডের পাশে শালুগাড়ায় অবস্থিত সেবক হাউসটি এক ভক্ত রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে দান করেছিলেন। দীর্ঘদিন ধরে𒁏ই ওই জায়গায় বসবাস করে আসছেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী আবাসিকরা। অভিযোগ, রবিবার রাতে এলাকার এক জমি মাফিয়া প্রায় ত্রিশ চল্লিশ জন দুষ্কৃতী নিয়ে সন্ন্যাসীদের ওপর হামলা চালায়। দুষ্ܫকৃতীদের সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র ও অন্যান্য ধারালো অস্ত্র। রামকৃষ্ণ মিশনের ওই কেন্দ্রে ঢুকে সেটির দখল নেওয়ার চেষ্টা দুষ্কৃতীরা। নিরাপত্তারক্ষী ও সেখানে বসবাসকারী আশ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি ছেড়ে দিতে বলে তারা। হামলাকারীরা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোনও ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ। সেই সঙ্গে কয়েকজন আশ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা।
আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু ক🅘রেছে পুলিশ। ওই ঘটনায় শাসক দলের বিরু🐎দ্ধে সরব হয়েছে বিজেপি।
আরও পড়ুন: হি𒐪ন্দুদের ওপর আক্রমণ হলে চুপ করে থাকব না, ঈশ্বর ওনাকে চৈতন্য দিন: কার্তিক মহারাজ
শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এই ঘটনায় করা ভাষায় নিন্দা করে বলেন, ‘অত্যন্ত লজ্জার বিষয়। একদিকে♕ মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ও ইসকনের মতো প্রতিষ্ঠানকে অপমান করবেন। বঙ্গীয় ইমামদের দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোটভিক্ষা করবে। আর তৃণমূলের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদের খুন করার হুমকি দেবে এটা চলতে পারে না। পুলিশ বলছে জমিটির মালিকানা নিয়ে বিবাদ রয়েছে। যদি ধরেও নিই রয়েছে, তাহলে কি সন্ন্যাসীদের বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া যায়?’ ঘটনার নিন্দা করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।