জেল থেকে ছাড়া পেয়েছিলেন দিন কয়েক আগে। সেই জেলমুক্তিই কাল হল। দুষ্কৃতীদের গুলিতে বীরভূমের মহম্মদবাজারে মৃত্যু হল এক দুষ্কৃতীর। ঘটনা মহম্মদবাজারের। নিহত যুবকের নাম সুজয় মণ্ডল (৩৫)। শুক্রবার সকালে রাস্তাﷺর পাশ থেকে তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গিয়েছে, নিহত সুজয় একজন দাগী দুষ্কৃতী। তাঁকে আগ্নেয়াস্😼ত্রসহ গ্রেফতার করেছিল পুলিশ। বেশ কয়েক মাস জেলবন্দি থাকার পর সম্প্রতি জেল থেকে ছাড়া পায় সে। শুক্রবার সকালে মহম্মদবাজার থানা এলাকার সারান্ডা গ্রামের নির্জন রাস্তার পাশে তাঁর গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। গ্রামে খবর পৌঁছলে ভিড় করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মহম্মদবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে তারা।
স্থানীয় চন্দ্রপুর গ্রামের বাসিন্দা সুজয়। তাঁর বাবা শৈলেন মণ্ডল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সন্দীপ নামে এক যুবক সুজয়কে ডেকে নিয়ে যায়। স্করপিও গাড়ি নিয়ে♛ বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এর পর সুজয় তাঁর মাসির বাড়িতে ফোন করে তাঁকে রান্না করতে বলে। রাত সাড়ে ১০টা নাগাদ মাসির বাড়ি গিয়ে খাবার খায় সুজয়। এর পর মাসি রাতে সেখানেই থেকে যেতে বলে। কিন্তু রাত সাড়ে ১২টা নাগাদ মাসির বাড়ি থেকে বেরিয়ে যায় সে। সকালে স্থানীয় এক যুবক ফোনে খবর দেয় দেয় সারেন্ডা গ্রামের থেকে কিছু দূরে পাকা রাস্তার পাশে সুজয়ের দেহ পড়ে রয়েছে। আমরা এসে দেখি ছেলের বুকে রক্তের দাগ। পাশে পড়ে রয়েছে ওর গাড়ি। মনে হচ্ছে গুলি করে খুন করা হয়েছে। কে বা কারা ওকে খুন করেছে জানি না।