লোকসভা নির্বাচনের মধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরে ২ তৃণমূল নেতার বাড়িতে হ෴ানা দিল সিবিআই। শুক্রবার কাকভোরে মারিশদা থানা এলাকার ২ তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা🐼 তবে ২ জনের কারও দেখাই পাননি তাঁরা।
আরও পড়ুন: শ্রমি🍸কের কাজ করতে মুসলমানরা যখন BJPশাসিত রাজ্যে যান তখন কি ইমামরা ঘুমান? শ🙈ুভেন্দু
পড়তে থাকুন: ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন ঘোষণা, মমতার রাজনৈতিক চাꦛল নিয়ে নানা ম🧜ুনির নানা মত
শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মারিশদা ꦦথানা এলাকার ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের সিঁজুয়া গ্রামে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। ভোর রাতেই দেবব্রতবাবুর বাড়ি ঘিরে ফেলেন তাঁরা। তবে বাড়িতে দেবব্রতবাবু ছিলেন না। তাঁর মেয়ে জানান, ভোর রাতে বাဣবা বাড়ি ছেড়ে পালিয়েছেন। তবে কোথায় গিয়েছেন তা বলেননি তিনি। সেখানে ২ ঘণ্টা অপেক্ষা করার পর দেবব্রতবাবুর বাড়ি ছাড়েন তাঁরা।
এছাড়া ওই গ্রাম পঞ্চায়েতেরই পিছাগেড়্যা গ্রামে তৃণমꦗূল নেতা নন্দদুলাল মাইতির বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। বাড়িতে ছিল𒁏েন না তৃণমূল নেতা। তাঁর বাবা জানান, রাত ২টো নাগাদ সিবিআই এসে বাড়ি ঘিরে ফেলে। এর পর আমাদের কাছে আধার কার্ড, ভোটার কার্ড চায়।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর খুন হন কাঁথির বাথুয়াড়ি এলাকার বাসিন্দা বিজেপি নেতা জন্মেঞ্জয় দলুই। ওই বছর ৩০ মার্চ কাঁথি থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ভাজাচাউলি এলাক🐬ায় মাঠে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ১১ জন তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন নিহতের বাবা। পরিবারের আবেদনের ভিত্তিতে ঘটনার তদন্তভার নেয় সিবিআই।
আরও পড়ুন: অভিযোগ তুলতে ১০ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছিল TM🐭C, দাবি সন্দেশখালি🐼র নির্যাতিতার
এদিনের সিবিআই তল্লাশি নিয়ে তৃণমূলের মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘পশ্চিমবঙ্গে তো বটেই, বিজেপি গোটা দেশে নিজেদের হার দেখতে পাচ্ছে। ৪০🎉০ তো দূরের কথা ওদের সংখ্𒅌যাগরিষ্ঠতা হবে না। তাই ভোটের মধ্যেও তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে সিবিআই পাঠাচ্ছে ওরা। মানুষ এর জবাব দেবে।’