আরজি কর কাণ্ডের প্রতিবাদে গিয়ে পূর্ব বর্ধমানের এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। এই নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল নেটপাড়ায়। সেই অভিযোগ সামনে আসতে নড়েচড়ে বসল পুলিশ। এবার রাজ্য পুলিশের তরফে দাবি করা হল, যে এই ধরনের কোনও ঘটনায় ঘটেনি। ছাত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ পুরোপুরি ভুয়ো। তাছাড়া, ধর্ষণ এবং খুনের কোনও ঘটনাও ঘটেনি। এ♛ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মাধ্যমে যাঁরা এইভাবে অপপ্রচার চালিয়ে জনমানসে প্রভাব তৈরি করছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিল পুলিশ।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের তদন্তে এবার কলক🦹াতা পুলিশের ব্যারাকে CBI, চলছে কীসের খোঁজ?
একটি মহলের তরফে দাবি করা হয়েছিল যে 🐻গত বুধবার রাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বর্ধমান কলেজের ওই ছাত্রী। অভিযোগ ওঠে, সেই মিছিলে যোগ দেওয়ার পর ওই ছাত্রী আর বাড়ি ফেরেননি। সেই ঘটনার পরে শুক্রবার বিকেলে সোশ্যাল মাধ্যমে ওই ছাত্রীকে নিয়ে নানারকমের খবর ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তার মুখ পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডের মধ্যেই এরকম অভিযোগ ওঠায় কার্যত নেটিজেনদের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হয়েছিল।
সোশ্যাল মাধ্যমিক সেই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তেই বিষয়টি নজরে আসে পুলিশের। এরকম ঘটনায় নড়েচড়ে বসে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পুলিশ দাবি করেছে, তদন্ত করে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। সমাজমধ্যমে পোস্ট করে এ নিয়ে ভুযꦫ়ো খবর ছড়ানো হয়েছে বলে দাবি করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ।