রবিবারের পর সোমবারও ফের এক বার পুলিশের মহিলাদের বিক্ষোভে উত্তেজনা ছড়াল সন্দেশখালিতে। 🍎রবিবার তৃণমূল নেতা দিলীপ মল্লিককে মারধরের ঘটনায় গ্রেফতার ৪ বিজেপি কর্মীর মুক্তির দাবিতে সোমবার বিকেলে সন্দেশখালির বেড়মজুর গ👍্রাম পঞ্চায়েতের কাঠপোল বাজারে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, টাকা দিয়ে সন্দেশখালির মহিলাদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে তৃণমূল।
আরও পড়ুন: এর পর লোকে বউয়ের মধ্যেও মমতার মুখ দেখতে পাবে, চাঞ্চল্যকর🐼 দাবি সুকান্ত মজুমদারের
পড়তে থাকুন: ফেক ভিডিয়ো তৈরির অভিযোগে ফ🔴ের উত্তপ্ত সন্দেশখালি, TMC নেতাকে গণধোলাই🥀 মহিলাদের
রবিবღার সন্দেশখালিতে ভুয়ো ভিডিয়ো তৈরির অভিযোগে বিধায়ক সুকুমার মাহাতোর সামনে তৃণমূল নেতা দিলীপ মল্লিক ও তাঁর এক অনুগামীকে মারধর করেন মহিলারা। ওই ঘটনায় রবিবার রাতেই ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। বেড়মজুর গ্রাম পঞ্চায়েতের মহিলাদের একাংশের দাবি, তৃণমূলকে বাঁচাতে নির্দোষ বিজেপি কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। উলটো দিকে শুক্রব𒁃ার বিকেলে যে গোলাম শেখের কাছ থেকে বন্দুক উদ্ধার হয়েছিল তাকে ধরার ব্যাপারে কোনও তৎপরতা দেখাচ্ছে না তারা। ধৃত বিজেপি কর্মীদের মুক্তি ও গোলাম শেখের গ্রেফতারির দাবিতে সোমবার বিকেলে কাঠপোল বাজার এলাকায় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মহিলারা।
বিক্ষোভকারী এক মহিলা বলেন, তৃণমূল মহিলাদের ভয় দেখাচ্ছে। তাদের টাকা দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করছে। আর পুলিশ🌳 এই চক্রান্তে যুক্ত। তাই প্রকৃত অপরাধীদের না ধরে নিরীহ বিজেপি কর্মীদের গ্রেফতার করছে তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ব়্যা⛄ফ। মহিলাদের উঠে যেতে🃏 বলে পুলিশ। কিন্তু পুলিশের আবেদনে কর্ণপাত করেননি আন্দোলনকারীরা। সন্ধে ৭টা নাগাদ পুলিশ ও ব়্যাফ মিলে মহিলাদের টেনে হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেন।
আরও পড়ুন: অপরাধীর নাম শেখ শাহজাহাঁ বলেই ꧋TMCর গুন্ডারা সন্দেশখালির বোনেদের ভয় দেꦗখাচ্ছে: মোদী
ওদিকে এদিন সন্দেশখালির বাগদিপাড়ায় পোস্টার লাগানো নিয়ে বচসার জেরে বিজেপি ও তৃণমূলের বচসা বেঁধে যায়। দুপক্ষের হাতাহাতিতে বেশ কয়েকজন আহত হয়েছেন💝 বলে জানা গিয়েছে। সন্দেশখালিতে ভোটগ্রহণের এখনো ১৮ দিন বাকি। তার আগে ভাইরাল ভিডিয়োকে নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ম্যানগ্রোভ আবৃত দ্বীপপুঞ্জ।