লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের অন্যতম কর্ণধার ইসকনের প্রাক্তন আধিকারিক জয়ন্ত সাহা ওরফে জগদ্ধাত্রী দাসকে গ্রেফতার করল পুলিশ। ১২ বছরের পুরনো একটি জমি সংক্রান্🌸ত মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার তাঁকে কৃষ্ণনগর আদালতে পেশ করে পুলিশ। অভিযোগ অস্বীকার করেছেন ধৃতের স্ত্রী।
আরও পড়ুন - শিল্প-কারখানা তৈরির জন্য ১ টাকায় জমি সৌরভকে, জনস্বার্থ ম💮া🥀মলায় বড় রায় হাইকোর্টের
পড়তে থাকুন - হামল﷽া সত্ত্🅰বেও সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখলেন মহিলা BSF কনস্টেবল
মায়াপুর ইসকনের জমি সংক্রান্ত দায়িত্বে ছিলেন জগদ্ধাত্রী দাস। বৃহস্পতিবার দুপুরে তাঁকে পুলিশ রাস্তা 🍌থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। কয়েক ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জগদ্ধাত্রী দাসের স্ত্রী জানিয়েছেন, আমার স্বামীকে থানায় তুলে নিয়ে গিয়েছিল। খবর পেয়ে আমি থানায় থানায় গেলে 🍎আমাকে দেখা করতে দেয়নি। রাতে গ্রেফতারির পর আমি ওর সঙ্গে দেখা করতে পারি।
আরও পড়ুন - বাড়ির সুইমিং পুল থেকে ভ্যানিশ কচ্ছপ, আবার জাꦬমালের দুয়ারে বনকর্মীদের হতাশা
জানা গিয়েছে, ১২ বছরের পুরনো একটি ঘটনায় তৃণমূলের দখল করা বামুনপুকুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জগদ🌳্ধাত্র🅷ী দাসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন। জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। জমির চরিত্র বদল না করেই তিনি জমি বিদেশিদের কাছে বিক্রি করেছেন বলে অভিযোগ। গত বছর লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের অন্যতম কর্ণধার ছিলেন তিনি। সেজন্যই ইসকনের এই আধিকারিক রাজরোষে পড়লেন কি না সেই প্রশ্ন উঠছে।