সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের কারখানা তৈরি নিয়ে নানা জট এখনও থেকেই গিয়েছে। এদিকে পশ্চিম মেদিনীপুরে কারখানা তৈরির জন্য সৌরভকে জমি দিয়েছে রাজ্য সরকার। আর তার বিনিময় মূল্য মাত্র ১ টাকা। এরপর এনিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে।𒀰
আসলে এই🌳 জমিটি একটা সময় প্রয়াগ গোষ্ঠীকে দিয়েছিল সরকার। পরে সেই জমি বাজেয়াপ্ত করে সরকার। আর সেই জমির একাংশই সৌরভের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। এরপর এসকে মাসুদ নামে এক আমানতকারী এনিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল। এবার তার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বেঞ্চ।
তবে সেই মামলার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, সেই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের চিটফাণ্ড সংক্রান্ত মামলার বিশেষ বেঞ্চে। কলকাতা হাইকোর্♛টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্🤪যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
এদিকে সৌরভ গঙ্গোপাধ্য়ায় ইস্পাত কারখানা তৈরি করবেন বলে গত এক বছর ধরে নানা চর্চা চলছে। কিন্তু কোন জমিতে তিনি এই কারখানা বাস্তবে তৈরি করবেন তা নিয়েও নানা জল্পনা রয়েছে। তবে𒀰 এসবের মধ্য়েই সেই কারখানা সংক্রান্ত মামলা গিয়েছে কলকাতা হাইকোর্টে।
এদিকে সূত্রের খবর, বিগতদিনে পশ্চিম মেদিনীপুরের এই জমিটি প্রয়াগ গোষ্ঠীকে দিয়েছিল রাজ্য সরকার। প্রায় ৭৫০ একর জমি। সেখানে কথা ছিল যে ফিল্মসিটি হবে বলে। কিন্তু ওই জমিতে ফিল্ম সিটি তৈরির জন্য প্রায় ২৭০০ কোটি টাকা বিনিয়োগও করেছিল প্রয়াগ গোষ্ঠী। কিন্তু শেষ পর্যন্ত সেই জমিতে ফিল্ম সিটি বাস্তবায়িত হয়নি। চিটফাণ্ড কেলেঙ্কারিতেও নাম জড়ায় প্রয়াগের। অভিযোগ ওঠে আমানতকারীরা যে টাকা দিয়েছিল൩েন তা থেকেই ২৭০০ কোটি টাকা এই জমিতে ব্যয় ক🌳রা হয়েছিল।
এদিকে প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করার সময় রাজ্য সরকার এই জমিটাও বাজেয়াপ্ত করেছিল। আর সেই জমিটাই সৌরভকে༒ দিয়েছিল রাজ্য সরকার। ১ টাকার বিনিময়ে। তবে সব জমিটা নয়। সেই জমি থেকে ৩৫০ একর জমি সৌরভকে কারখানা তৈরির জন্য় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।
শেষ পর্যন্ত সরকার এবার কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। আমানতকারীর দাবি যে জমি এর আগে প্রয়াগ গোষ্ঠীকে দেওয়া হয়েছিল সেই জমি কেন ফের সৌরভের হাতে তুলে দেওয়া হচ্ছে? এনিয়ে এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই মামলার শুনানি হবে কলকাতা✤ হাইকোর্টের চিটফাণ্ড সংক্রান্ত ম🍌ামলার বিশেষ বেঞ্চে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।