কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জাতীয় পরিবেশ আদালতে সম্প্রতি বড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পশ্চিমবঙ্গকে সাড়ে তিন হাজারꩲ কোটি টাকা জরিমানা করেছে জাতীয় পরিবেশ আদালত। ওই পরিমাণ টাকা সরকারকে দু মাসের মধ্যে পৃথক তহবিল তৈরি করে জমা রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেই তৎপর হয়েছে রাজ্য সরকার। সেই তহবিল তৈরি করা হচ্ছে। এর আগেও কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জেলা স্তরে নোডাল কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যাতে পরবর্তী সময়ে পরিবেশ আদালতে ধাক্কা খেতে না হয় সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
রাজ্যের পুর ও নগরোন⭕্নয়ন ♋দফতর সূত্রে জানা গিয়েছে, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে এই তহবিল তৈরি করা হচ্ছে। আদালতে জানানো হয়েছিল, রাজ্যে প্রতিদিন ২,৭৫৮০ লক্ষ লিটার বর্জ্য উৎপন্ন 💯হয়। সেখানে রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষমতা হল ১৫০৫৮.৫ লক্ষ লিটার। কিন্তু, ১,২৫৮ লক্ষ লিটার বর্জ্য প্রক্রিয়াকরণ হয়। বাকি ১০৪২২.১৯ টনের প্রক্রিয়াকরণ হয় না। এর ফলে বায়ু, জল ও মাটির দূষণ হয়ে থাকে।
সূত্রের খবর, দৈনিক ১৪৯ কোটি লিটার তরল বর্জ্যের প্রক্রিয়াকরণ পশ্চিমবঙ্গে হয় না। উল্লেখ্য, বেঞ্চ জানিয়েছিল, বেঁচে থাকার অধিকার হিসেবে দূষণমুক্ত পরিবেশে বাস করা হল মানুষের মৌলিক অধিকার। এর জন্য রাজ্য সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্য প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আগামীꦜ চার মাসের মধ্যে তহবিল সংক্রান্ত রিপোর্টও আদালতে জমা দেওয়া হবে।