অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনা ঘটল। সেখানে বিধ্বংসী আগুনে লেগেছিল। তার জেরেই এই ঘটনা ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার আকড়া কৃষ্ণনগর পূর্বপাড়ার একটি বাড🌞়িতে আগুন লেগেছিল। তার জেরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান এক মহিলা এবং তাঁর দুই ছেলে। এই দেহগুলি উদ্ধার হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
ঠিক কী ঘটেছে মহেশতলায়? স্থানীয় সূত্রে খবর, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুন লেগেছিল। শর্ট সার্কিট থেকে অগ্ন🎶িকাণ্ডের সম্ভা🐓বনাও ফেলে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখানে ভাড়া থাকত এই পরিবার। আগুন লাগার সময় বাড়ির ভিতর থেকে তালাবন্ধ ছিল।
কী জানা যাচ্ছে ঘটনা থেকে? পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা নিজের ঘর থেকে এই ঘটনা দ🦋েখতে পেয়ে বাইরে ব💮েরিয়ে আসেন। তিনিই এলাকার মানুষজনকে খবরও দেন। তখন প্রতিবেশীরা গিয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলে খবর দেওয়া হয়। এই আগুনে পুড়ে মা সোমা ꦇমণ্ডল (৪০) দুই সন্তান, রাহুল মণ্ডল (১০), সাহেব মণ্ডল (১২) মারা গিয়েছেন।
সূত্রের খবর, আগুন লাগার পর তাঁরা আর বেরিয়ে আসতে পারেননি।꧂ মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ, ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত সুপার অ𒅌র্ক বন্দ্যোপাধ্যায় এবং ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ। ওই বাড়িতে ভিতর থেকে তালা বন্ধ থাকায় পাঁচিল ভেঙে মৃতদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা।