💟 উচ্চমাধ্যমিকের প্রথম দশের মেধা তালিকায় স্থান পেলেন আরও তিন জন। রিভিউ, স্ক্রুটিনির পর এই তিন জনের নামের সংযোজন হয়েছে মেধাতালিকায়। নতুন যে তিনজন মেধা তালিকায় জায়গা পেয়েছেন তারা যথাক্রমে অষ্টম, নবম এবং দশম স্থানে উঠে এসেছেন। এর মধ্যে আবার একজনের ৭ নম্বর বেড়েছে। এরফলে উচ্চমাধ্যমিকে প্রথম দশের তালিকায় স্থান পেলেন মোট ৭৩ জন। শুধু তাই নয় রিভিউ, স্ক্রুটিনির পর অনেকের নম্বর আবার ৩০ থেকে ৬০ পর্যন্ত বেড়েছে।
আরও পড়ুন: স্ক্রুটিনির পরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন🌃্দ্রপুরের আরও ৪ জন, সবমিলিয়ে ১০!
মেধা তালিকায় নতুন যে তিনজনের নামের সংযোজন হয়েছেন তারা হলেন- সোহম সাহা, প্রাঞ্জন ঘোষ এবং সাত্যকী সিনহা। এরমধ্যে কোচবিহারের মাথাভাঙ্গা হাইস্কুলের ছাত্র হলেন সোহম সাহা। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় তিনি ৪৮২ নম্বর পেয়েছিলেন। পরে তিনি রিভিউ করেন। তাতে তার আরও ৭ নম্বর বাড়ে। ফলে বর্তমানে তাঁর প্রাপ্ত নম্বর হল ৪৮৯। এই অবস্থায় নম্বর বাড়তেই তিনি একেবারে অষ্টম স্থানে উঠে এলেন। প্রাঞ্জন ঘোষ বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের ছাত্র। তিনি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পেয়েছিলেন ৪৮৪ নম্বর। তবে রিভিউ করার পর তাঁর আরও ৪ নম্বর বাড়ে। তিনি জায়গা করে নিয়েছেন নবম স্থানে। অন্যদিকে মালদার এসি ইনস্টিটিউশনের সাত্যকী সিনহার এক নম্বর বেড়েছে। আগে তিনি ৪৮৬ নম্বর পেয়েছিলেন, তা বেড়ে হয়েছে ৪৮৭ নম্বর। ফলে তিনি দশম স্থানে উঠে 𝓡এসেছেন।