ঘেরাটোপে বাঘ সংরক্ষণে ফের সাফল্য পেল পশ্চিমবঙ্গ বনদফতর। ফের মা হল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের বাঘিনী শিলা। বুধবার ভোরে ৩টি শাবকের জন্ম দিয়েছে সে। এর ফলে বেঙ্গল সাফারি পার্কে বাঘের সংখ্যা হল ৭। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মা ও ছানারা। তবে ছানাদের লিঙ্গ সম্পর্কে এখনো নিশ্চিত করতে পারেনি সাফারি পার্ক কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারি পার্কের তরফে জানানো হয়েছে, শিলার প্রসবের জন্য প্রতীক্ষায় ছিলেন তাঁরা। সর্বক্ষণ তাঁর ওপর নজর রাখা হচ্ছিল। বুধবার ভোর পৌনে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে ৩টি ছানা প্রসব করে সে। এর আগেও তিনটি শাবকের জন্ম দিয়েছিল শিলা। তাঁদের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম দিয়েছিলেন, ইকা, কিকা, রিকা। এর মধ্যে ইকার মৃত্যু হয়। বাকি ২ জন এখন মায়ের সঙ্গে বেঙ্গল সাফারি পার্কেরই বাসিন্দা। তবে তাদের বাবা স্নেহাশিস এখন আলিপুর চিড়িয়াখানার বাসিন্দা। তার জায়গায় জামসেদপুর থেকে আনা হয়েছিল ভিভান নামে একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে।