মাথার উপর গনগনে সূর্য। প্রখর তাপে বাইরে বের হওয়া যাচ্ছে না। তবুও সবুজ আবিরে মাখামাখি হয়ে আসানসোলের রাজপথে তৃণমূল। এবারই প্রথম আসানসোল আসনে জয় হাসি⛄ল করল তৃণমূল। আর সেটাও বিহারীবাবু শত্রুঘ্ন সিনহার হাত ধরে। একেবারে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। বার বার যাঁর বিরুদ্ধে উঠেছিল বহিরাগত তত্ত্ব সেসব যে আদপে ধোপে টেকেনি তা এদিনের ফলাফলেই অনেকটা পরিষ্কার। কার্যত বৈশাখী ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে গেরুয়া শিবির।
পরাজিত হয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, ২ লক্ষ ৯৭ হাজার ভোটে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। কার্যত বিজেপির হাত থেকে আসানসোল আসনও ছিনিয়ে নিল তৃণমূল। আর উপনির্বাচনে 𓄧তৃ✱ণমূলের এই জয়ের জেরে খুশির হাওয়া তৃণমূল শিবিরে।
আসানসোল লোকসভা কেন্দ্রে বিগতদিনে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। পরপর এই কেন্দ্রে জয় পেয়েছিল বিজেপি। এদিকে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 🅠দেন। সাংসদ পদও ছেড়ে দেন তিনি। এরপরই এই কেন্দ্রে উপনির্বাচন। সেই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় শত্রুঘ্ন সিনহা। এদিকে তিনিও বিগতদ𝔉িনে বিজেপি মন্ত্রিসভায় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। সেই🐟 চিত্রতারকাকেই প্রার্থী করে তৃণমূল।
সেই বিহারীবাবুই বাজিমাত করলেন আসানসোল আসনে। জেতার পরে তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। আসানসোলের মানুষের এই জয়। এই কেন্দ্র নিয়ে গোটা দেশে চর্চা হয়। এখানকার উন্নয়নে সবরকম উদ্যোগ𒊎 নেব। আর এই কেন্দ্রে জয় নিয়ে বাবুল সুপ্রিয় বলেন, আসানসোলের মানুষের ভালোবাসা কোনওদিন ভুলব না। শত্রুঘ্ন সিনহাকে সঙ্গে নিয়ে কাজ করব।