গায়ের জোরে জমির দখল নিতে বাঁশ দিয়ে মেরে এক বৃদ্ধার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির টিবি হাসপাতাল পাড়ায়।পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে ময়নাগুড়ি টিবি হাসপাতাল পাড়া মোড়ে চায়ের দোকান চালান বৃদ্ধা রেবা দত্ত। রাস্তা চওড়া হওয়ায় ভাঙা পড়ে তাঁর দোকানঘরটি। এর পর অন্য জায়গায় দোকান ঘর করে জীবিকা নির্বাহ করার চেষ্টা চালাচ্ছিলেন তিনি।অভিযোগ, সেখান থেকে বৃদ্ধাকে উচ্ছেদ করতে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত তৃণমূল নেতা এনতাজুল হক ও তার ভাইরা মিলে ওই বৃদ্ধার উপর চড়াও হয়। বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বৃদ্ধার। স্থানীয়রা বাধা দিতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বৃদ্ধাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ বলেন, ‘যারা ওই বৃদ্ধাকে বাঁশ দিয়ে মেরেছে তাদের শাস্তি হওয়া উচিৎ। দলের কেউ এরসঙ্গে জড়িত হলে তা বরদাস্ত করা হবে না। আমি ময়নাগুড়ির আইসি ও পুলিশ সুপারকে বলেছি, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে। ইতিমধ্যে অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে’। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।