উন্নয়নের স্বার্থে হিন্দুদের শ্রীমদ্ভগবৎ গীতা ছেড়ে তৃণমূলের হাত ধরার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। সোমবার তাম্রলিপ্ত পুরসভার নির্বাচনের ভোটপ্রচারে গিয়ে গীতা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি। বলেন, গীতার ভিতরে বিজেপি টাকা গুঁজে দিচ্ছে কি না দেখতে হবে। মন্ত্রীর এহেন মন্তব্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে তমলুক জুড়ে।সোমবার তাম্রলিপ্ত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী পার্থসারথি মাইতির সমর্থনে পথসভা করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সেখানেই হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। সৌমেনবাবু বলেন, ‘বিজেপি এখন রামকে ছেড়ে দিয়েছে। গীতা নিয়ে প্রচারে যাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে গীতা স্পর্শ করিয়ে হিন্দুত্ব রক্ষায় বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছে।’এর পরই বিজেপিকে আক্রমণ করতে গিয়ে গীতা নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে সৌমেনবাবুর বিরুদ্ধে। তিনি বলেন, ‘আমাদের সন্দেহ অন্য জায়গায়। বিজেপির পার্টিফান্ডে ৫ হাজার কোটি টাকা রয়েছে। ওই টাকার কিছু অংশ তাম্রলিপ্ত পুরসভায় ভোটেও খরচ হবে। গীতার পাতার মধ্যে ২ হাজার বা ৫০০ টাকার নোট রয়েছে কি না দেখে নেবেন। খুব সাবধান। বিজেপির ফাঁদে পা দেবেন না। তাম্রলিপ্ত পুরসভার ভোটাররা উঞ্ছবৃত্তি করেন না। ওদের গীতা প্রত্যাখ্যান করুন।’মন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপিকে ঠেকাতে গিয়ে গীতাকে নিয়ে নোংরা কথা বলেছেন মন্ত্রী। সংখ্যাগুরু জনসংখ্যার অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে এই কথা বলছেন। হিন্দুদের সহনশীলতা বেশি বলেই এসব বলার সাহস পান। অন্য কোনও সম্প্রদায়ের ধর্মগ্রন্থ সম্পর্কে কি এই ধরণের মন্তব্য করার সাহস রয়েছে মন্ত্রীমশাইয়ের?’