নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্য। এখন জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তাই নিজের বিধানসভা এলাকায় এসেছেন। এখানেই জমির দখল নিয়ে বিবাদে খুন হন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার স্বামী। এবার তাঁকে ‘শহিদ’ বলে সম্বোধন করলেন পলাশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্য। শনিবার সন্ধ্যাবেলায় নাকাশিপাড়া থানা এলাকার হরনগর গ্রামে সভা করেন তিনি। তার পর ওই মৃত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে দেখা করতে যান মানিক ভট্টাচার্য। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জামিনে মুক্ত মানিক। আর এই ঘটনাকে൩ই কটাক্ষ করেছে বিজেপি।
নিয়োগ দুর্নীতি মামলায় টানা ২৩ মাস জেলে ছিলেন মানিক ভট্টাচার্য। এবার জামিনে মুক্তি পেয়েছেন পল🎀💦াশিপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক। শনিবার দুপুরে তিনি নিজের বিধানসভা এলাকায় আসেন। এখানে দলের নেতা–কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তারপর নেতা–কর্মীদের নিয়ে যান হরনগরে। সেখানে একটি পথসভা করে জমির দখল নিয়ে বিবাদের জেরে খুন হওয়া তৃণমূল কংগ্রেস কর্মী জাহিদুল শেখের বাড়িতে যান মানিক ভট্টাচার্য। আর ওই সভা থেকেই জহিদুলকে ‘শহিদ’ বলে তকমা দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। তিনি, ‘যে দিন ঘটনার কথা শুনেছিলাম, সে দিন জুব্বার ভাইকে ফোন করে বলেছিলাম, প্রত্যেক এলাকায়–গ্রামে একটা করে যদি জাহিদুল থাকে তবে দিদিকে বলে দিতে পারি, আগামী ৪০ বছর এই বাংলায় তৃণমূল কংগ্রেসের ভিত কেউ নড়াতে পারবে না।’
আরও পড়ুন: কলকাতা বিমানবন্দরে এক কাপ চায়ের দাম বিপুল, চিদম্বরমের অভিজ্ঞতা এক্স হ্যান্ডেলে