এবার পথ দুর্ঘটনার কবলে পড়লেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল কংগ্রেস বিধায়ক শম্পা ধাড়া। আজ, শুক্রবাﷺܫর কলকাতায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে পূর্ব বর্ধমান থেকে আসছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর গুড়াপের কাছে পথ দুর্ঘটনায় পড়ে তাঁর কনভয়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনাস্থলে আসেন পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
ঠিক কী ঘটেছে হুগলির গুড়াপে? স্থানীয় সূত্রে খবর, পূর্ব বর্ধমানের রায়না থেকে কলকাতায় আসার সময় হুগলি জেলার গুড়াপে এই পথ দুর্ঘটনা ঘটে। এখানে তৃণমূল কংগ্রেস বিধায়কের কনভয়ের সামনে একটি ট্র্যাক্টর চলে আসে। সেটাকে কাটাতে গেলে ট্র্যাꦕক্টর এসে ধাক্কা মারে। আর তখনই বিপত্তি ঘটে। আজ,শুক্রবার হুগল𓆉ির গুড়াপের কাছে পথ দুর্ঘটনাটি ঘটেছে। ওই পথ দুর্ঘটনায় অল্পবিস্তর চোট পেয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এদিন মহেশ্বরপুর এলাকার রাস্তা দিয়ে বিধায়কের কনভয়–সহ ত🐻িনটি গাড়ি পর পর যাচ্ছিল। তখন ওই কনভয়ের সামনে হঠাৎ একটি ট্র্যাক্টর চলে আসে। কনভয়ের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরটি ধাক্কা মেরে দেয়। এই পরিস্থিতিতে অন্য⛦ একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা দেন🍨 তৃণমূল কংগ্রেস বিধায়ক।
ঠিক কী বলেছে🥃ন বিধায়ক? এই পথ দুর্ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেস বিধায়ক শম্পা ধাড়া বলেন, ‘আমার সামান্য চোট লেগেছে। হঠাৎই কনভয়ের সামনে চলে এসে ধাক্কা মারে ট্র্যাক্টর। তাতে গাড়ির ক্ষতি হয়েছে। পরে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছি।’ শীতের সময় কলকাতা–সহ জেলায় পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে। অনেক জায়গায় পুলিশ চা–পানের ব্যবস্থা করছে চালকদের জন্য। ভারী ট্রাক, লরির চালক অনেক সময় ঘুমিয়ে পড়লে পথ দুর্ঘটনা ঘটছে।