বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে হামলার ঘটনার তদন্তে সোমবার ভাটপ🐻াড়ায় আসেন এনআইএ’র আধিকারিকরা। মঙ্গলবার আবার তাঁর বাড়ির সামনে বোমা উদ্ধার হয়। সেটা নিয়ে নতুন করে রাজনৈতিক 🦄উত্তাপ বাড়তে শুরু করেছে। নভেম্বর মাসের ১৩ তারিখ নৈহাটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। তাই জোরদার প্রচার সেখানে শুরু হয়েছে। এই ঘটনায় এনআইএ বাংলার মাটিতে পা রাখা নিয়ে কড়া ভাষায় বিঁধলেন ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ পার্থ ভৌমিক। এখন তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
মঙ্গলবার নৈহাটির ঐকতান মঞ্চে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করেন পার্থবাবু। সেখানে উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে’র প্রশংসা করেন। করোনাভাইরাসের সময় এই সনৎ দে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করেছিলেন সেটা ভোলা যায় না বলে জানান পাജর্থ। আর তখনই সাংবাদিক বৈঠকে সাংসদ পারꦇ্থ ভৌমিক দাবি করলেন, ‘এনআইএ, সিবিআই, ইডি বিজেপির শাখা সংগঠন। তাই এঁরা বিজেপির কথা মতো কাজ করে। এখন তৃণমূল কংগ্রেসের কাউকে ফাঁসানোর চেষ্টা চলছে। পুরোটাই রাজনৈতিক অভিযান।’
আরও পড়ুন: ‘সংগঠনটা দেখে আমার ভাল লাগল’, নেত্রীর ফোন পেতেই ভাষা বদল করলেন অনুব্রত
বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়িতে হামলা এবং বোমা উদ্ধারের ঘটনাতেও তাঁকেই দায়ী করেছেন পার্থ ভৌমিক। বিজেপি এটা শুনে তেমন কোনও প্রতিক্রিয়া না দিলেও বিষয়টি ভালভাবে নেয়নি বলেই সূত্রের খবর। তবে পার্থ ভৌমিক বলেন, ‘এনআইএ বিজেপির শাখা🍸 সংগঠন ছাড়া কিছু নয়। প্রিয়াঙ্গু নিজেই বাড়ির সামনে বোমা রেখেছে। কারণ কোনও উপায় না পেয়ে অর্জুন সিং এনআইএ﷽কে দিয়ে আমাদের বিধায়ক সোমনাথ শ্যামকে ফাঁসাতে চাইছেন।’ আসলে সামনে উপনির্বাচন। বিজেপি জিততে পারবে না ভোটের মাধ্যমে। তাই এই ছলনা বলে মনে করেন পার্থ।